টেক বার্তা

নেটওয়ার্ক না থাকলেও করা যাবে ফোন, নতুন সুবিধা আনছে জিও

Advertisement

নিজের স্থান বজায় রাখতে একের পর এক নতুন নতুন চমক দিয়ে থাকে জিও। এবার বিনা নেটওয়ার্কে ফোন করার ব্যবস্থা করল রিলায়েন্স জিও। জিও তেও এর ফলে ওয়াইফাই কলিং এর সুবিধা পাওয়া যাবে। অনেকদিন ধরেই দিল্লিতে এই পরিষেবা পরীক্ষামূলকভাবে ব্যবহৃত করার পর অবশেষে ৭ জানুয়ারি থেকে এই পরিষেবা চালু হল। যদিও কিছুদিন আগে থেকেই এয়ারটেলও গ্রাহকদের এই সুবিধা দেওয়া শুরু করেছে।

আরও পড়ুন : ১০০০ টাকার ছাড় দিয়ে কিনতে পারেন এই দুর্দান্ত ফিচার স্মার্ট ফোন

ওয়াইফাই পরিষেবায় ভয়েস কলের পাশাপাশি করা যাবে ভিডিও কলেও।তবে দেশের যে কোন প্রান্তেই এই কল সীমাবদ্ধ থাকবে। খুব কম ডেটা খরচের মাধ্যমে করা যাবে ওয়াইফাই কলিং।

তবে কিভাবে নিজের ফোনে এই পরিষেবা মিলবে তা জানতে আগ্রহী সকলেই। এর জন্য প্রথমে স্মার্টফোনটি আপডেট করে সেটিংসে গিয়ে জিও ওয়াইফাই কলিং সাপোর্ট করে থাকলে কানেক্টিভিটির অপশন অন করলেই চালু হয়ে যাবে এই পরিষেবা।

আরও পড়ুন : রিচার্জের থেকেও কম টাকায় ফোন আনছে জিও, থাকছে ফ্রী কলের সুবিধা

যেকোনো ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে জিও ওয়াইফাই থেকে কল করা যাবে। আইফোনে এই সুবিধা পেতে গেলে সেটিংসে গিয়ে ওয়াইফাই কলিং অন করলে পরিষেবা মিলবে। চলতি বাজারে নিজের স্থান বজায় রাখতে একের পর এক নতুন নতুন সুবিধা দিয়ে গ্রাহকদের আপটুডেট রাখছি জিও।

Related Articles

Back to top button