বর্তমান সময়ে বয়স্ক মা বাবাদের নিজেদের বাড়ির থেকে বৃদ্ধাশ্রমে বেশি দেখা যায়। শাশুড়ি-বৌমার সম্পর্ক মধুর করে তুলতে এক অভিনব উদ্যোগ নিল হরিয়ানার একটি গ্রাম। জগ্গা বররা নামের ওই গ্রামে শ্বশুর-শাশুড়ির যত্ন নেওয়ার জন্য মিলছে মোটা টাকা পুরস্কার। তবে পুরুষরা পুরুষরা কীভাবে নিজের মা বাবাকে ভালো রাখবেন, তা নিয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি পঞ্চায়েতের পক্ষ থেকে। বলা হয়েছে, যে মহিলারা তাদের শ্বশুর-শাশুড়ির যত্ন নেবেন, পুরো পরিবারের যত্ন নেবেন, তাদেরকে প্রতিবছর ১৫ আগস্ট ৫,১০০ টাকায় পুরস্কৃত করা হবে। এই পদক্ষেপ পুরো ভারতে নেওয়া হলে উপকৃত হবে ভারতীয় সমাজ।