পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান পারভেজ মুশারফকে মৃত্যুদন্ডের আদেশ দিল পাকিস্তানের বিশেষ আদালত। তার বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা রয়েছে।
পাকিস্তান মিডিয়া সুত্রে খবর ২০০৭ সালে দায়িত্বে থাকাকালীন তিনি এক জরুরি অবস্থা জারি করেন। এরপর তার বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশদ্রোহিতার মামলা দায়ের করেন।২০১৪ সালে অভিযুক্ত ঘোষণা হন তিনি।
আরও পড়ুন : ধর্ষণে বাধা, গায়ে আগুন লাগিয়ে দেওয়া হল ২৩ বছরের যুবতীর
এরপর শারীরিক অসুস্থতার জন্যে ২০১৬ সালে তিনি দুবাই চলে যান এবং সেখানকার নাগরিকত্ব গ্রহন করেন। তিনি জানিয়েছিলেন যেহেতু অসুস্থতার কারণে আদালতে হাজিরা দিতে পারবেন না তাই তার অনুপস্থিতিতে কোনো রায় না দেওয়া হয়।
কিন্তু তার আবেদন নাকচ করে বিশেষ আদালত তাকে মৃত্যদন্ডের আদেশ দিয়েছে।