করোনা পরিস্থিতিতেই ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হবে আর সে কথা মাথায় রেখেই এবার স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি কিছু বিশেষ নির্দেশিকা জারি করেছে। প্রত্যেককেই হাতে রাখতে হবে মাস্ক এবং স্যানিটাইজার। এরপরে শরীরের তাপমাত্রা মেপে নেওয়া হবে।
অ্যাডমিট কার্ড এবং বৈধ পরিচয়পত্রর পাশাপাশি পরীক্ষার্থীদের জমা দিতে হবে একটা নতুন ফর্ম। যেখানে বলা থাকবে যে তিনি কোভিড পজিটিভ নন। পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, পরীক্ষার তারিখ, পরীক্ষার নাম, কোথায় পরীক্ষা হচ্ছে এবং দিনের কোন সময়ে অর্থাৎ সকালে না দুপুরে পরীক্ষা হচ্ছে সেই নিয়ে একটা ফর্ম দেওয়া হবে, আর সেই কারণে ওই ফর্মের নিচে পরীক্ষার্থীকে একটা সই করতে হবে।
পরীক্ষা হলে ঢোকার সময় কোনও রকম স্পর্শ ছাড়াই দেখা হবে যে পরীক্ষার্থীরা কোনও অস্ত্র, মাদক দ্রব্য ইত্যাদি লুকিয়ে নিয়ে এসেছেন কিনা তা দেখা হবে। ফর্ম ভর্তির আগে ও পরে হাত স্যানিটাইজার দিয়ে সাফ করে নিতে হবে। প্রসঙ্গত, ভারতের যা পরিস্থিতি তাতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
গত মাসে ব্রাজিল আর আমেরিকাকে পেছনে ফেলে তিন নম্বরে গেলেও, ভারতে যে হারে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে যথেষ্ট চিন্তিত দেশের আমজনতা। তার মাঝেই আবার পরীক্ষা নেওয়ার কারনে প্রায় প্রত্যেককেই মেনে চলতে হবে কঠোর নিয়ম আর করোনা বিধি।