পশ্চিমবঙ্গ ছাড়া প্রত্যেক রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়বে টাকা
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়বে। সর্বমোট ১১০০০ কোটি টাকা অ্যাকাউন্টে জমা হবে। আজ কর্নাটকে তুকমুরে প্রধানমন্ত্রী জনসভার আয়োজন করেছেন, সেখানে যেসব কৃষকরা ২০০০ টাকার তিনটি কিস্তিতে সাহায্য পাওয়ার যোগ্য তাদের হাতে এই অর্থ তুলে দেবেন প্রধানমন্ত্রী। ৮ কোটি কৃষক এই অর্থ পাবেন।
প্রধানমন্ত্রী কিষাণ যোজনা গত ববছর ২৪ ফেব্রুয়ারি চালু হয়েছিল। ২ হেক্টরের কম জমির কৃষকদেরকে এই যোজনার আওতাভুক্ত করা হয়েছে। কৃষকরা এই যোজনার মাধ্যমে ২০০০ টাকার তিনটি কিস্তিতে বার্ষিক ৬ হাজার টাকা আর্থিক সাহায্য পাবে।
আরও পড়ুন : বছরের শুরুতেই চালু হল ‘এক দেশ এক রেশন কার্ড’
প্রধানমন্ত্রী কিষাণ যোজনা জন্য যেসব রাজ্য কৃষকদের তালিকা কেন্দ্র কে পাঠিয়েছে তারা এই অর্থসাহায্য পাচ্ছে। একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের কোন তালিকা কেন্দ্রের কাছে পাঠায়নি। তাই পশ্চিমবঙ্গের প্রায় ৭০ লক্ষ কৃষক এই অর্থ সাহায্য থেকে বঞ্চিত হয়েছে।