নিউজরাজ্য

নিজের স্বার্থ সুবিধা দেখি না, বিশ্বভারতীতে রাজ্যের বিরুদ্ধে তোপ রাজ্যপালের

Advertisement

বিধানসভায় আগামীকাল ভাষণ পেশ করবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্য সরকারের ভাষণ তৈরির অধিকার থাকলেও তিনি যে সাংবিধানিক অধিকারে নিজের মতো বক্তব্য পেশ করবেন সেকথা তিনি বুঝিয়ে দিয়েছেন। তবে ঠিক কী বক্তব্য তিনি রাখবেন তা সাংবাদিকদের কাছে খুলে না বললেও, বিধানসভায় ভাষণ যে নিজের ইচ্ছে অনুযায়ী দেবেন তা সকলের কাছেই স্পষ্ট।

বিশ্বভারতীতে শ্রীনিকেতন মেলা উদ্বোধন এসেছিলেন রাজ্যপাল। সেখানে তিনি রাজ্যকে আক্রমন করে বলেন কেন্দ্র সরকারের তরফে সারা ভারতে ৪৩ কোটি কৃষকদের আর্থিক সাহায্য করা হলেও পশ্চিমবঙ্গের ৭০ লক্ষ কৃষক সেই সাহায্য থেকে বঞ্চিত রয়েছে, এবং সেই ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি। তিনি মানুষের জন্য কাজ করতে চান। নিজের স্বার্থ সুবিধা তিনি দেখেন না, তিনি মানুষকে আগে রাখেন।

আরও পড়ুন : রাজনৈতিক শেল্টারে মস্তানরা পুলিশের থেকে বেশি ক্ষমতাবান : রাহুল সিনহা

মতাদর্শের পার্থক্যর কারণে শত্রুতা করা কখনই বাঞ্ছনীয় নয় বলেই তিনি মনে করেন। বিরোধিতা করতে গিয়ে অশান্তির সৃষ্টি করছে কেন্দ্র। নিরাপত্তার জন্য “মতাদর্শের পার্থক্য থাকলে কেউ কারও শত্রু হয়ে ওঠে না। বিরোধিতা করা আলাদা কিন্তু তা নিয়ে অশান্তি করা ঠিক নয়। বিশ্বভারতীর নিরাপত্তার জন্য কার্যত সিআইএসএফ প্রয়োজন বলেই এদিন জোর গলায় জানান তিনি।

Related Articles

Back to top button