নারদা কান্ডে অভিযুক্তদের মধ্যে প্রথম গ্রেপ্তার আইপিএস মির্জা। তারপর থেকেই প্রাক্তন তৃণমূল ও বর্তমান বিজেপি নেতা মুকুল রায়কে নিয়ে জল্পনা শুরু হয়েছে। মির্জার গ্রেপ্তারি নিয়ে মুখ না খুলতেও সিবিআই তলব করে মুকুল রায়কে। আজ, শুক্রবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় এই বিজেপি নেতাকে। যদিও মুকুল দলীয় কাজে ব্যস্ত থাকায় আজ সিবিআই দপ্তরে হাজিরা দিতে পারবেন না বলে জানান।
এই অবস্থায় আবারও মুখ খুললেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল এবং অস্বস্তি বাড়ালেন মুকুল রায়ের। নারদ কর্তা বলেন, ‘মুকুল রায়ই মির্জার সাথে তাঁর যোগাযোগ করিয়ে দিয়েছিলেন।’ মির্জার হাত ধরেই তৃণমূলের বহু নেতা টাকা এদিক-ওদিক করতেন বলেও চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন তিনি।
তদন্তের স্বার্থে মুকুল রায় ও আইপিএস মির্জাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করেন ম্যাথু। ম্যাথু স্যামুয়েল এদিন মনে করিয়ে দেন যে, ধৃত মির্জা মুকুল রায়ের লোক হিসেবেই পরিচিত ছিলেন। তবে বিজেপি নেতা মুকুল রায়কে গ্রেপ্তার করা হবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করে নারদ কর্তা বলে, ‘আমি রাজনীতিক নই। আমি বিচার চাই।’