ক্রিকেটখেলা

বাতাসে দূষণের মাত্রা অত্যধিক, দিল্লি থেকে সরতে পারে টি-টোয়েন্টি ম্যাচ

Advertisement

খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের স্বাস্থ্যের কথা ভেবে দূষনে ভরা দিল্লির ফিরোজ-শা-কোটলা থেকে ৩রা নভেম্বর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বিসিসিআইকে চিঠি দিল কয়েকটি পরিবেশ সংগঠন।

“Care For Air” এবং “My Right To Breathe” নামক পরিবেশ সচেতনতা সংগঠনের পক্ষে যথাক্রমে জ্যোতি পান্ডে ও রবিনা রাজ কোহলি বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি কে এক চিঠিতে জানায় “দিল্লির এই চরম দূষনে ভরা বাতাসের মধ্যে তিন চার ঘন্টা খেললে আমাদের ক্রিকেট দলের স্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতির সম্ভাবনা আছে তাই আপনাকে আমরা অনুরোধ করছি এই ম্যাচটি অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার জন্য”। এছাড়াও তাঁরা আরো বলেন “যে সমস্ত হাজার হাজার দর্শক খেলা দেখতে আসবে তারাও অত্যন্ত সংকটজনক পরিস্থিতির মধ্যে পড়তে পারে এবং এই পরিস্থিতিতে থাকলে মানবদেহের ফুসফুস এবং অন্যান্য অঙ্গের মারাত্মক ক্ষতি হতে পারে”।

ডিসেম্বর ২০১৭ তে দিল্লিতে একটি টেস্ট ম্যাচে খেলতে গিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটারদের স্বাস্থ্য সমস্যা দেখা দেয় এবং অনেককেই মুখে মাস্ক পরে খেলতে দেখা যায়। যদিও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আশা করেন ম্যাচে দূষণের প্রভাব সেভাবে পড়বে না। কয়েকদিন আগে সন্ধ্যে ৬:৪৫ নাগাদ দিল্লির বাতাসে দূষণের মাত্রা মাপা হয়। সেখানে দেখা যায় দূষণের মাত্রা রয়েছে ৪১০ যা স্বাভাবিকের থেকে কয়েক গুণ বেশি।

হাতে ৩-৪ দিন সময় রয়েছে। এর মধ্যে একটি ম্যাচ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া বিসিসিআই এর পক্ষে চাপের ব্যাপার‌। ভারত ও বাংলাদেশ ক্রিকেট দল, ম্যাচ আয়োজনের সাথে যুক্ত ব্যক্তিবর্গ ও সর্বোপরি দর্শকদের স্বাস্থ্যের কথা ভেবে বিসিসিআই ম্যাচ অন্যত্র সরিয়ে নিয়ে যায় কিনা সেটাই এখন দেখার বিষয়।

Related Articles

Back to top button