থাকবে দুটি ক্যামেরা, করা যাবে Instagram! আসতে চলেছে Facebook Watch

Apple,Boat, Samsung, Fastrack, Lenovo,MI সহ একাধিক ব্র্যান্ড নিজেদের স্মার্ট ওয়াচ এনেছে বাজারে‌ । এবার সেই দলে নাম লেখাচ্ছে জনপ্রিয় স্যোশাল নেটওয়ার্কিং সাইট Facebook। খুব শীঘ্রই Facebook লঞ্চ করতে চলেছে নতুন…

Avatar

By

Apple,Boat, Samsung, Fastrack, Lenovo,MI সহ একাধিক ব্র্যান্ড নিজেদের স্মার্ট ওয়াচ এনেছে বাজারে‌ । এবার সেই দলে নাম লেখাচ্ছে জনপ্রিয় স্যোশাল নেটওয়ার্কিং সাইট Facebook। খুব শীঘ্রই Facebook লঞ্চ করতে চলেছে নতুন স্মার্ট ওয়াচ। জানা গিয়েছে এই নতুন ঝাঁ চকচকে স্মার্ট‌ওয়াচটিতে থাকবে দুটো ক্যামেরা। এর মধ্যে একটি ক্যামেরায় থাকছে 1080পি অটোফোকাসের। যার সাহায্যে সহজেই ছবি তোলা ও ভিডিও রেকর্ড করা যাবে।

ক্যামেরা ছাড়াও এতে থাকছে হেলথ ও ফিটনেস ট্র্যাকার। যার সাহায্যে আপনি কতটা হাঁটলেন বা ওয়ার্ক‌আউট করলেন কিংবা সাইক্লিং করলেন তার সময়, ক্যালোরি বার্ন, কিলোমিটার, ফুটস্টেপের হিসেবে দেখা যাবে। ফিটনেস ফ্রিক মানুষদের জন্য এটি খুব‌ই স্পেশাল একটি আইটেম হতে চলেছে।

এছাড়াও সেলুলার কানেক্টিভিটির সুবিধা থাকছে এই স্মার্ট‌ওয়াচটিতে। সেলুলার কানেক্টিভিটি ব্যবহার করে ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো স্যোশাল মিডিয়া প্ল্যার্টফর্মে ছবি শেয়ার করতে পারা যাবে। জানা গিয়েছে স্মার্ফোনের মতো একাধিক ফিচার পাওয়া যাবে ঘড়িটিতে।

এবার আসা যাক মূল প্রসঙ্গে। এহেন আকর্ষনীয় ও হেল্পফুল স্মার্ট‌ওয়াচটির দাম ধার্য করা হয়েছে 400 মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় 29 হাজার টাকার কাছাকাছি। জানা গিয়েছে, আগামী বছরের শুরুর দিকে বা মাঝামাঝিতে স্মার্টওয়াচটি বাজারে আনতে পারে Facebook। প্রথমে আমেরিকায় এবং পরে অন্যান্য দেশে বাজারজাত করা হবে।