আজকালকার দিনে কমবেশি সকলেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবার সাথে বহুল পরিচিত। প্রযুক্তির দুনিয়াতে তাল মিলিয়ে চলতে গেলে মোবাইল ফোন থাকা খুবই জরুরি। আর যাদের স্মার্টফোন আছে তাদের কাছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, এমন সংখ্যা হয়তো খুবই কম। তবে এই সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহারের কুফল পাচ্ছে বর্তমান প্রজন্ম। পোস্ট ভাইরাল করার জন্য কিছু অসাধু মানুষ এই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয় বিভিন্ন বিভ্রান্তিকর খবর যা যাচাই না করেই সাধারণ মানুষ সেই নিয়ে হইচই শুরু করে দেয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমনই একটি ঘটনার খবর সামনে আসছে যা রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইন্টারনেট দুনিয়াতে। আসলে ভারতের মোদি সরকার কয়েক বছর আগে ডিমনিটাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে গিয়েছিল যেখানে পুরনো ৫০০, ১০০০ টাকার নোট রাতারাতি সম্পূর্ণ বাতিল হয়ে গিয়েছিল। তবে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি খবর ভাইরাল হচ্ছে যে ভারত সরকার নতুন বছর অর্থাৎ ২০২৩ এর শুরু থেকেই আবার বাজারে আনছে ১০০০ টাকার নোট। এই দাবিটি কি সত্য? না একদমই নয়। সরকারের পক্ষ থেকে কোনো ১০০০ বা ২০০০ টাকার নোট ছাপানো হচ্ছে না।
এই প্রসঙ্গে পিআইবি ফ্যাক্ট চেক গত শুক্রবার ১৬ ডিসেম্বর এক টুইট করে বলেছে, “সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও দাবি করছে যে ১ জানুয়ারি থেকে ১০০০ টাকার নোট আসবে এবং ২০০০ টাকার নোট ব্যাঙ্কে ফিরে আসবে। এই দাবি জাল। অনুগ্রহ করে এই ধরনের বিভ্রান্তিকর বার্তা ফরোয়ার্ড করবেন না”। সেইসাথে এও জানানো হয়েছে যে একই সাথে কেন্দ্রীয় সরকার কোনদিন ২০০০ টাকা বাতিল করে দেওয়ার কথা ঘোষণা করেনি।