আইপিএলের ইতিহাসে এমন হতভাগ্য ক্রিকেটার হয়তো দ্বিতীয়টি নেই। পাঁচ-পাঁচ বার খেলেছেন আইপিএলের ফাইনাল, অথচ কাঙ্খিত শিরোপা স্পর্শ করার সৌভাগ্য হয়নি রবীচন্দ্রন অশ্বিনের। যার শুরুটা হয়েছিল কলকাতার বিরুদ্ধে। যখন রবীচন্দ্রন অশ্বিন চেন্নাইয়ের হলুদ জার্সি শিরোপা জয়ের স্বপ্ন দেখছিলেন। ২০১২ সালে কলকাতার কাছে প্রথমবারের জন্য আইপিএলের ফাইনাল ম্যাচে পরাজিত হন।
এরপর অবশ্য একের পর এক ফাইনাল ম্যাচে হেরে দুর্ভাগ্যের পরিচয় দিতে পিছুপা হননি রবীচন্দ্রন অশ্বিন। ২০১৩ এবং ২০১৫ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচে পরাজিত হয়ে বাড়ি ফেরেন অশ্বিন। ২০২০ সালে দিল্লির জার্সিতে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ফাইনাল ম্যাচে পরাজিত হন তিনি।
২০২২ আইপিএলের মেগা আসরে গল্পটা ঠিক একই রকম। রাজস্থানের জার্সিতে ফাইনাল খেলার সৌভাগ্য হলেও কাঙ্খিত লক্ষ্য অধরা থেকেছে রবীচন্দ্রন অশ্বিনের। আসরে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেও গুজরাটের বিরুদ্ধে তিনবার মাঠে নেমে প্রত্যেকবারই পরাজয়ের মুখ দেখেছে রাজস্থান রয়্যালস। অর্থাৎ গ্রুপ পর্যায়ে হোক কিংবা ফাইনাল, ফলাফল থেকেছে শূন্য।
একনজরে রবীচন্দ্রন অশ্বিনের ফাইনাল খেলার তালিকা-
১. চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স (২০১২ সাল)।
২. চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (২০১৩ সাল)।
৩. চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (২০১৫ সাল)।
৪. দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (২০২০ সাল)।
৫. গুজরাট টাইটানস বনাম রাজস্থান রয়্যালস (২০২২ সাল)