কখনও কাছের নেতাদের নিরাপত্তা প্রত্যাহার আবার কখনও কড়া বার্তা কোনও কিছুই দমাতে পারবে না তাকে, সে বার্তা আগেই দিয়েছেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে পাল্টা আঘাত হিসেবে আসতে পারে তার নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত। সেই কথা ভেবেই এইবার মন্ত্রীর জন্য নিরাপত্তার বন্দোবস্ত করলেন তার অনুগামীরা। ইতিমধ্যেই তা নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে জঙ্গলমহলে।
জানা গিয়েছে যে, ৮০জন যুবককে নিয়ে তার নিরাপত্তার জন্য তৈরি হয়েছে দল, তৈরি করেছেন তার অনুগামীরা। কাজ শুরু করে দিয়েছে এই দল। তারাই মন্ত্রীর যাত্রা পথে নজরদারি, তাকে ঘিরে থাকার কাজগুলি করছেন। এর মধ্যে কাউকে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর টি-শার্ট, কেউ আবার নজরদারি করছেন সাধারণ পোশাকেই। সম্প্রতি যখন শুভেন্দু ঝাড়গ্রামে গিয়েছিলেন, তখন বিভিন্ন গাড়িতে নজরদারি চালাতে চালাতে গিয়েছিল এই দলও। এর আগে শুভেন্দু অধিকারীকে দেওয়া হয়েছিল বুলেট প্রুফ গাড়ি কিন্তু তা তিনি ফিরিয়ে দেন। সাধারণভাবেই জঙ্গলমহলে যান তিনি। তবে সেখানেও তার কনভয়ে থাকে সব মিলিয়ে ৫টি গাড়ি।
প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে বঙ্গে জেড প্লাস সিকিউরিটি দেওয়া হয় কেবল মুখ্যমন্ত্রী এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে যে, সেই একই নিরাপত্তা পাচ্ছেন দলের পরামর্শদাতা প্রশান্ত কিশোর ও। যা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক মহলে কলরব। জনগণের টাকায় তাকে কেন দেওয়া হবে এই ধরণের নিরাপত্তা।
সেখানেই সম্প্রতি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তিনজন নেতার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। যার পর থেকে আরও ক্ষিপ্ত হয়েছেন তার অনুগামীরা। নিজেরাই সুরক্ষা দেবেন মন্ত্রীকে। সেই জন্য প্রস্তুত এই দল বলে সূত্রের খবর।