Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জোড়া কৃষি বিল পাশে আশ্বাস নরেন্দ্র মোদির, জানুন কি কি বললেন

বিল পাশের পর টুইটারে প্রধানমন্ত্রী কৃষকদের দ্বিগুণ আয়ের পথ সুগম করার কথা ঘোষণা করেন। প্রসঙ্গত, এদিন কৃষি বিল পাশ করানো নিয়ে কোনোকিছুই বাদ যায়নি। রুল বুকে ছিঁড়ে ফেলা, ডেপুটি স্পিকারের…

Avatar

বিল পাশের পর টুইটারে প্রধানমন্ত্রী কৃষকদের দ্বিগুণ আয়ের পথ সুগম করার কথা ঘোষণা করেন। প্রসঙ্গত, এদিন কৃষি বিল পাশ করানো নিয়ে কোনোকিছুই বাদ যায়নি। রুল বুকে ছিঁড়ে ফেলা, ডেপুটি স্পিকারের মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা থেকে ওয়েলে নেমে বিরোধীদের তপ্ত স্লোগান, সবই হলো কিন্তু বিরোধীদের হারিয়ে শেষমেশ কৃষি বিল পাশ করিয়ে নিল সরকার। রাজ্যসভায় ২৪৫ আসনের মধ্যে এনডিএ-এর রয়েছে ১১৬ সদস্য। কংগ্রেস থেকে তৃণমূল কেউই এই বিলের পক্ষে ছিলো না। এদিন এই বিল নিয়ে আলোচনার সময় কংগ্রেস সরাসরি বলে বসে কৃষকদের মৃত্যুর পরোয়ানা এই ফার্ম বিল। কারন প্রথম থেকেই এই বিলের বিপক্ষে ছিলো কংগ্রেস। আর এদিন সেই উত্তেজনা চেপে রাখতে না পেরে সরাসরি আক্রমণ করেই বসে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান,”আজ দেশের কৃষি ইতিহাসে যুগান্তকারী দিন। সংসদে গুরুত্বপূর্ণ বিলটি পাশ হওয়ার পর পরিশ্রমী অন্নদাতাদের ধন্যবাদ জানাচ্ছি। এটা শুধুমাত্র কৃষিক্ষেত্রে আমূল বদলই আনবে না, বরং কোটি কোটি কৃষকের স্বার্থ সুরক্ষিত করবে।”

 

তিনি আরও বলেন,”কয়েক দশক ধরে নানা ধরনের বাধার মুখে পড়তে হয়েছে ভারতীয় কৃষকদের। মধ্যস্থতাকারীদের হেনস্থার শিকার হয়েছেন। সেই সব অসুবিধা দূর করে দিল সংসদে পাশ হওয়া বিল। এতে কৃষকদের দ্বিগুণ আয়ের পথ আরও সুগম হল।”

 

এরপরে তিনি আরো জানান, ”ন্যূনতম সহায়কমূল্যে ফসল কিনবে সরকার। আমরা কৃষকদের সেবা করতে এসেছি। সবরকম পদক্ষেপ করব। তাঁদের আগামী প্রজন্ম যাতে সুন্দর জীবন পায়, তা নিশ্চিত করব আমরা।”

 

 

About Author