নয়াদিল্লি: কেন্দ্রের প্রকাশ করা নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে কৃষক আন্দোলন। হাজার হাজার কৃষকরা পায়ে হেঁটে রাজধানীর বুকে আন্দোলন করছে। দফায় দফায় সরকারের সঙ্গে বৈঠক হয়েছে ঠিকই, কিন্তু তাতে কোনও সমাধান সূত্র মেলেনি। কৃষকদের দাবি মানতে নারাজ সরকার। কৃষি আইন সংশোধন আনতে রাজি কেন্দ্রীয় সরকার। কিন্তু কৃষি আইন বাতিল হবে না বলে সিদ্ধান্তে অনড় রয়েছে মোদি সরকার। মঙ্গলবার অমিত শাহের সঙ্গে বৈঠকের পর তাঁর দেওয়া প্রস্তাব নিয়ে গতকাল, বুধবার কৃষকদের মধ্যে একটা বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠক শেষে জানানো হয়েছে, কোনওরকম সংশোধন মেনে নেবে না কৃষকরা। আইন প্রত্যাহার করতে হবেই। এমনকি তা না হলে দেশ জুড়ে ধরনার হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় কৃষক ইউনিয়ন।
Delhi: Farmers gathered at Nirankari Samagam ground in Burari, refuse to utilise government amenities
"A struggle is always done by ones' own abilities. We accept help from sympathisers to the cause but not from governments. They only act to garner votes," says a farmer leader pic.twitter.com/19qCmhzmqO
— ANI (@ANI) December 9, 2020
গতকাল, বুধবার সন্ধ্যায় দিল্লির সিংঘু সীমান্তে বৈঠকে বসেন কৃষক নেতারা।বৈঠক শেষে কৃষক নেতা ডঃ দর্শন পাল বলেন, ‘কৃষি আইন প্রত্যাহার করা না হলে ১২ ডিসেম্বরের মধ্যে আমরা দিল্লি-জয়পুর জাতীয় সড়ক অবরোধ করব। সমস্ত টোলপ্লাজাগুলিতে ধরনা দেব। প্রত্যেক কৃষক নেতাদের বলেছি, সমস্ত বিজেপি বিধায়ক-সাংসদের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখাতে।’
We will block Delhi-Jaipur and Delhi-Agra highways on 12th December: Farmer leaders at Singhu border pic.twitter.com/psrpWkrtz7
— ANI (@ANI) December 9, 2020
আর এক কৃষক নেতা প্রহ্লাদ সিং এ প্রসঙ্গে বলেছেন, ‘সরকারের প্রস্তাবে নতুন কিছু নেই। তাই কৃষকরা সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ দেখিয়ে যাবে।’ এভাবে সরকারের বিরুদ্ধে কার্যত বেলাগাম হয়ে রয়েছে কৃষকরা। এই সমস্যার সমাধান কবে, কীভাবে হয়, এখন সেটাই দেখার।