জীবনযাপন

মোটা মানুষদের মন অনেক বেশি সুন্দর হয়! জানাচ্ছে গবেষণা

Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : সকলেই চায় রোগা হতে। ছিপছিপে গড়ন বা পারফেক্ট শরীর সকলেই চায়। কিন্তু সমীক্ষার ফলে দেখা গেছে যে, এই রোগা ছিপছিপে গঠনের মানুষদের থেকে যারা তুলনায় একটু মোটা তাদের মন অনেক ভালো, তাদের মন অনেক বড়। সম্প্রতি একটি সমীক্ষায় জানা গেছে একথা। ২০ জন মোটা মানুষ এবং ২০ জন রোগা মানুষের উপর চালানো হয় সমীক্ষাটি। সমীক্ষার ফলাফলে দেখে গেছে যে, মোটা মানুষের মন অনেক বেশি সুন্দর হয়।

সমীক্ষাটির জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে একটি খেলার আয়োজন করা হয়েছিলো, যেখানে অংশগ্রহণকারীদের জন্য অর্থ প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছিল। এবং এতে দেখা গেছে, অর্থের ব্যাপারে ছিপছিপে গড়নের মানুষরা সুষ্ঠু সিদ্ধান্ত নিতে পারেনি। স্থূলকায় মানুষরাই অর্থের ব্যাপারে বেশি সৎ ছিলেন। মেট্রো ইউকে নামক একটি জার্নালে এই সমীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে একটি খবর প্রকাশিত হয়। এতে জানা যায়, অর্থ সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের এই খেলায় ওজন এবং শরীরের গ্লুকোজের পরিমাণ, দুটোই পরিমাপ করা হয়েছে।

Related Articles

Back to top button