Fd rates: দোল উৎসবের আগে এই ফাইন্যান্স কোম্পানি তাদের গ্রাহকদের দিচ্ছে দারুন সুদের হার, জেনে নিন নতুন সুবিধা
সম্প্রতি বাজাজ ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য ০.৩৫ শতাংশ অতিরিক্ত সুদের হার ঘোষণা করেছে
দোল উৎসব এর আগে ভারতের অন্যতম বড় নন ব্যাংকিং ফাইনান্স কর্পোরেশন কোম্পানি বাজাজ ফাইন্যান্স তাদের বিনিয়োগকারীদের জন্য একটি দারুন খবর নিয়ে এসেছে। দেশের প্রথম সারির এনবিএফসি কোম্পানিটি তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করেছে। বাজাজ ফাইন্যান্সের ঘোষণা অনুযায়ী, তারা এবার থেকে তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৩৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ এবার থেকে এই এনবিএফসি কোম্পানির গ্রাহকরা ০.৩৫ শতাংশ অতিরিক্ত সুদ পাবেন তাদের ফিক্স ডিপোজিট এর উপরে। গতকাল অর্থাৎ ৪ মার্চ থেকে এই নতুন ইতিমধ্যেই কার্যকর হতে শুরু করেছে।
বাজাজ ফাইন্যান্সের ঘোষণা অনুযায়ী, সুদের হার বৃদ্ধির ফলে সব থেকে বেশি সুবিধা পেতে শুনেছেন ভারতের বয়স্ক নাগরিকরা। যদি তারা ৪৪ মাস পর্যন্ত ১৫ হাজার টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করেন তাহলে তারা সর্বাধিক ৮.২০ শতাংশ সুদ পেতে পারেন। অন্যদিকে যারা সাধারন নাগরিক তাদের জন্য ৭.৯৫ শতাংশ সুদ দিচ্ছে বাজাজ ফাইন্যান্স। যারা ৩৩ মাস পর্যন্ত ফিক্সড ডিপোজিট গ্রহণ করছেন তাদের জন্য ৭.৭০ শতাংশ থেকে সুদের হার বৃদ্ধি করে ৭.৭৫ শতাংশ করে দেওয়া হয়েছে। অন্যদিকে প্রবীণ নাগরিকরা পেয়ে যাবেন ৮ শতাংশ সুদ।
বাজাজ ফাইন্যান্স লিমিটেড এর কার্যকরী উপাধ্যক্ষ শচীন সিক্কা এই নতুন সুদের হার সম্পর্কে জানাতে গিয়ে বলেছেন, যারা এবার থেকে বাজাজ ফাইন্যান্স এর সঙ্গে যুক্ত হয়ে মেয়াদি আমানত তৈরি করবেন তাদেরকে আরো বেশি সুবিধা দেবে এই কোম্পানি। যেহেতু সব দিকেই মূল্যবৃদ্ধি চরম মাত্রায় , তাই যারা এই অ্যাকাউন্ট করবেন তাদের জন্য বেশ কিছুটা সুবিধা হতে চলেছে। কম অর্থের ফিক্সড ডিপোজিট থেকেই এই সুবিধা আপনি পেতে পারবেন। সবাই এই ফিক্স ডিপোজিটের মাধ্যমে আয় করার সুযোগ পেয়ে যাবেন।