আজকালকার দিনে ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে প্রায় প্রত্যেকেই ব্যাংকিং পরিষেবা ব্যবহার করে থাকেন। বিভিন্ন ধরনের ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সকলের। অনেকে টাকা সঞ্চয়ের জন্য ব্যাঙ্কের বিভিন্ন স্কিম ব্যবহার করে থাকেন। বর্তমানে টাকা সঞ্চয়ের জন্য অন্যতম একটি জনপ্রিয় স্কিম হল ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট বা এফডি। ফিক্সড ডিপোজিটে টাকা রেখে নিশ্চিত আয় করা যায়। ব্যাঙ্ক আপনার বিনিয়োগ করা টাকার ওপর সুদ দেয়। সুদের হার ফিক্সড ডিপাজিটের মেয়াদের সঙ্গে পরিবর্তিত হয়। আর সকলের প্রিয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট স্কিমে ভালো সুদ দেওয়ার ইতিহাস রয়েছে। গ্রাহকদের কথা ভেবে একটা সময় ফিক্সড ডিপোজিট সংক্রান্ত এক বড় ঘোষণা করেছিল এসবিআই। কি জানিয়েছিল তারা? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।
আপনি শুনলে অবাক হবেন যে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য ফিক্সড ডিপোজিট এর সুদের হার ১০% এর বেশি করেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১ অক্টোবর, ২০০৮ তারিখে ১,০০o দিনের ফিক্সড ডিপোজিট এর উপর ১০.৫ শতাংশ সুদের হার অফার করেছিল। যা পরে ১০ শতাংশে সংশোধন করা হয়। ২০০৮ সাল থেকে অনেকবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফিক্সড ডিপোজিট এর উপর ৯ শতাংশের বেশি সুদের হার অফার করেছে। বর্তমানে এসবিআই ৬.৮ শতাংশ পর্যন্ত সুদের হার দেয়।
তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশাপাশি আরও কয়েকটি ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। সম্প্রতি, একটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য ৫ বছরের ফিক্সড ডিপোজিট এর উপর ৯.৬ শতাংশ এবং অন্যদের জন্য ৯.১ শতাংশ সুদের হার ঘোষণা করেছে।অন্যদিকে এসবিআই এর অধীনে অমৃত কলস যোজনায় সাধারণ নাগরিকরা ফিক্সড ডিপোজিট স্কিমে ৭.১ শতাংশ হারে সুদ পাচ্ছেন।