বেশ কয়েকদিন ধরে দিল্লীতে চলা সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৪৬ জন এবং আহত হয়েছেন ৩০০ জনেরও বেশি। এর কয়েক দিন আগে জাফরাবাদে বক্তৃতা দিতে গিয়ে সিএএ ও এনআরসির বিরোধীদের হুমকি দিয়েছিলেন বিজেপি নেতা কপিল মিশ্র। জানা গেছে এই বক্তব্যের পর থেকেই গোষ্ঠী সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোটা উত্তর-পূর্ব দিল্লীর বিস্তীর্ণ এলাকা জুড়ে।
এই ঘটনায় ‘হিংসায় উস্কানি’ দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে কোনো এফআইআর দায়ের হয়নি তার বিরুদ্ধে উল্টে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা পেলেন তিনি। তার ধারণা তার প্রাণহানির আশঙ্কা রয়েছে, যে কারণে সারাক্ষণ পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
তবে তিনি একা নন, এই হিংসার ঘটনায় কপিল মিশ্র-সহ আরও কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের জন্য শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যাক্তি। তাদের দাবী ছিল এই মন্তব্যের জন্য বিজেপি নেতা কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর এবং প্রবেশ বর্মার বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে। তবে এফআইআর এবং গ্রেপ্তার বহু দূরের ব্যাপার, অভিযুক্ত কপিলকেই এখন ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দিচ্ছে দিল্লী পুলিশ কর্তৃপক্ষ।