ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : মানব শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল লিভার বা যকৃৎ যা বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এছাড়াও শরীরের নানা গুরুত্বপূর্ণ কাজও করে থাকে। লিভার প্যারেনকাইমাল ও নন প্যারেনকাইমাল কোষ দ্বারা গঠিত।
বর্তমান যুগে সারাবিশ্বে লিভারের কিছু রোগ দেখা যায়। যেমন ভাইরাল হেপাটাইটিস, লিভার সিরোসিস, ফ্যাটি লিভার, লিভার ক্যান্সার ইত্যাদি। এই রোগ গুলি নানা কারণে হতে পারে। যেমন মানসিক চাপ থেকে এই রোগ হতে পারে। কিংবা অস্বাস্থ্যকর খাবার, মদ্যপান, ধূমপান ইত্যাদিও এই রোগের জন্য দায়ী।
এখন প্রশ্ন হলো আমরা এই রোগগুলোকে শনাক্ত করতে পারবো কিভাবে?? স্বাস্থ্য বিষয়ক ওয়েব সাইট হেলদি ফুড হাউস কয়েকটি লক্ষণ এর কথা উল্লেখ করেছেন রোগ গুলি সনাক্ত করার জন্য। আসুন তবে জেনে নিই সেই লক্ষণ গুলি কি কি–
১) আপনি যখন খাবার খাবেন খাবার শেষে আপনার মুখ তেতো হয়ে যাবে।
২) আপনার চোখের উপরে কি ব্যাথা করে? তাহলে তা হতে পারে লিভারের সমস্যা।
৩) লিভারের সমস্যা থাকলে আপনি টানা অবসন্নতায় ভুগবেন।
৪) ফ্যাকাসে পায়খানা হবে।
৫) অনবরত বমি ভাব দেখা দেবে বা বারবার বমি হবে।
৬) চর্বি জাতীয় কোনো খাবার খাওয়ার পর কি আপনার পেটে ব্যাথা হয়? তবে সাবধান!
৭) পিত্তে সমস্যা দেখা দেবে।
৮) লিভারের সমস্যা থাকলে আপনার অর্শ রোগও হতে পারে।
উপরের লক্ষণগুলি যদি আপনার থেকে থাকে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।