দেশনিউজ

ফাঁসির কথা ভেবে আতঙ্কে খাওয়াদাওয়া প্রায় ছেড়েই দিয়েছে নির্ভয়া কাণ্ডে অপরাধীরা

Advertisement

নির্ভয়া কাণ্ডে অভিযুক্ত চার অপরাধী ফাঁসিতে ঝোলার আগে তীব্র হতাশায় ভুগছে। এমনটাই জানা গেছে তিহার জেল কর্তৃপক্ষের তরফ থেকে। জেল কর্তৃপক্ষ জানিয়েছে গত দুদিন থেকেই খাওয়াদাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছে চার অভিযুক্ত অক্ষয়, মুকেশ, বিনয় শর্মা ও পবন গুপ্ত। যাতে তারা জেলের মধ্যেই কিছু না করে বসে তার জন্য জেল কর্তৃপক্ষ ওই চারজনের সাথে সর্বদা ৩-৪ জন জেলকর্মী মোতায়েন করে রেখেছে। এছাড়া সিসিটিভিতেও সর্বদা নজর রাখা হচ্ছে তাদের উপর।

সূত্রের খবর, তিহার জেল কর্তৃপক্ষ ফাঁসির জায়গা পরিদর্শন করে দেখেছেন, জানা যাচ্ছে তারা পুরো ব্যবস্থা ঘুরে দেখে খুবই সন্তুষ্ট। গতকাল ভিডিও এর মাধ্যমে বিচারপতির সামনে চার অভিযুক্তকে পেশ করা হয়। চার অভিযুক্তের ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে জেলের তরফে। এর মধ্যে আজ অপরাধী নাকি এও জানিয়েছে তার ভালো ঘুম হচ্ছেনা। তার দিকে বিশেষ ভাবে খেয়াল রাখছে জেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন : এনকাউন্টারে মৃত চারজনই তরুণী চিকিৎসকের ধর্ষণকারী, ডিএনএ পরীক্ষায় মিলল প্রমাণ

এদিকে নির্ভয়ার মা জানিয়েছেন, তিনি চান তার মেয়ের মৃত্যুবার্ষিকী ১৬ তারিখের আগেই ফাঁসি হোক অভিযুক্তদের। সুপ্রীম কোর্ট মৃত্যুদণ্ড দেওয়ার পরও এখনো কেনো তাদের ফাঁসি দেওয়া হলো না, এই প্রশ্নও তুলেছেন তিনি। আগামী ১৭ তারিখ সুপ্রীম কোর্টে এক অপরাধীর শুনানি আছে, সুপ্রীম কোর্ট কি রায় দেয় তার উপর নির্ভর করে ১৮ তারিখ চারজনের মৃত্যুদণ্ডের উপর শুনানি হবে দিল্লি পাতিয়ালা হাউস কোর্টে। এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

Related Articles

Back to top button