করোনার বিরুদ্ধে লড়াই, মোদীর তহবিলে ৫ লক্ষ টাকা অনুদান মমতার
সারা বিশ্বেই ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে করোনা ভাইরাস। কোভিড ১৯-এর দাপটে লকডাউন চলছে ভারতে। এরই মধ্যে পরিকাঠামো গড়ে তুলে করোনার বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে এসেছে দেশ। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল গড়ে লড়াই করে চলেছেন দেশকে বাঁচাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে করোনা ভাইরাস থেকে দূরে রাখতে লড়াই করে চলেছেন নিরন্তর।
পরিকাঠামো গড়ে তোলা থেকে রাজ্যের বিভিন্ন জেলার শীর্ষ কর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক, একেবারে সামনে থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। এই লড়াইকে আরও মজবুত করতে মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা দান করলেন তিনি। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ করে দান করেন এদিন।
Out of my limited resources, I am contributing Rs. 5 lakhs to the Prime Minister’s National Relief Fund & another Rs. 5 lakhs to the West Bengal State Emergency Relief Fund in an attempt to support our country's efforts in fighting the COVID-19. (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) March 31, 2020
প্রসঙ্গত, বিধায়ক বা মুখ্যমন্ত্রীর ভাতা নেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ হিসেবে পাওয়া পেনশন ভাতাও নেন না তিনি। তবু দেশের দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিধায়ক বা মুখ্যমন্ত্রী হিসেবে পাওয়া ভাতা ও প্রাক্তন সাংসদ হিসেবে পাওয়া পেনশন নেন না তিনি। তাঁর আয় হয় মূলত গান ও বই বিক্রির রয়্যালটি থেকে। সেখান থেকেই উনি এদিন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের পাশাপাশি প্রধানমন্ত্রীর তৈরি করা ত্রাণ তহবিলেও দান করেন তিনি।