পুরাতন রেশন কার্ড আপডেট করে তা নতুন ভাবে ডিজিটাল মাধ্যমে ভারতীয় নাগরিকদের হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্দেশ্যে কাজ চলছে বহুদিন ধরেই। এই ডিজিটাল রেশন কার্ড ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে কাজ করবে। শুধু তাই নয়, এই ডিজিটাল কার্ডের সাথে ভারতের নাগরিকদের খাদ্য সুরক্ষার ব্যবস্থাও জড়িত। তাই পুরাতন কার্ড বদলে ফেলে রেশন ব্যবস্থাকে ঢেলে সাজাতে সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য ডিজিটাল কার্ডের ব্যবস্থা করেছে খাদ্য সুরক্ষা দপ্তর।
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই উদ্দেশ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যা গত ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। চলবে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে সমস্ত উপভোক্তাদের রেশন কার্ড তৈরী, তথ্য সংযোজন ও সংশোধনের কাজ করতে আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গের খাদ্য সুরক্ষা দপ্তর।
নিজেদের রেশন ডিলার বা নিকটবর্তী রেশন দোকান গিয়ে প্রয়োজনীয় তথ্যের প্রমাণ দেখিয়ে সমস্ত কাজ করা যাবে বলে জানা গিয়েছে। এছাড়া খাদ্য সুরক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও ফর্ম পূরণ করা যাবে বলে খাদ্য সুরক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে।