জিয়াগঞ্জের খুনে তোলপাড় গোটা দেশ৷ রাজ্য রাজনীতিও উত্তপ্ত৷ বিরোধীরা প্রশ্ন তুলছেন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে৷ এই ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। এই ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।
পুলিশের লাগাতার জেরায় ভেঙে পড়ে উত্পল খুনের কথা শেষমেশ স্বীকার করেছে৷ সূত্র থেকে জানা গিয়েছে, বন্ধুপ্রকাশ পাল, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বিউটি পাল ও তাঁদের নাবালক পুত্র অঙ্গন পালকে টাকা নিয়ে গন্ডগোলের জেরেই খুন করে উৎপল বেহেরা। এই উৎপল বেহারার বাড়ি সাগরদিঘিতে।
জানা গিয়েছে, নিহত ব্যক্তি আর্থিক অনটনে ভুগছিলেন। তিনি চেন মার্কেটিং ও বিমা সংস্থার সাথে যুক্ত ছিলেন। তবে তার পরিবার মারফত জানা গিয়েছে যে, তার সাথে রাজনীতির কোনো যোগ ছিল না। আবার পুলিশও জানিয়েছে, এই খুন ব্যাক্তিগত কারণে করা হয়েছে। এর সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই। কিন্তু বিরোধীরা থেমে নেই। তারা রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন।