সন্তান যাতে ন্যায়বিচার পায় সেজন্য প্রতিনিয়ত লড়েছেন মা, একাধিক বার ফাঁসি পিছিয়ে গেলেও হার মানেননি, আশা ছাড়েননি, অবশেষে ন্যয়বিচায় পাওয়ায় খুশি নির্ভয়ার মা। নির্ভয়াকে নৃশংস ধর্ষণ ও খুনের পর থেকে দীর্ঘ সাত বছর পর অপরাধীদের ফাঁসি কার্যকর হয় আজ, এবং তার পরে নির্ভয়ার মা আশা দেবী বলেন গত সাত বছর ধরে যারা তাদের পাশে থেকে সমর্থন করেছেন এবং দোষী দের ফাঁসি চেয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নির্ভয়ার সাথে সাথে দেশের মেয়েরা ন্যায়বিচার পেল।
নির্ভয়ার ন্যায়বিচার পাওয়ার জন্য আশা দেবী বিচারব্যবস্থাকে ও আইনজীবীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।সন্তানের উপর হওয়া অন্যায়ের জন্য অপরাধীদের শাস্তির অপেক্ষায় ছিলেন তিনি। আজ তিনি তৃপ্ত, তার কথায় গোটা দেশ আজ ন্যয়বিচার লাভ করল, জঘন্য সেই অপরাধ ছিল গোটা দেশের কাছে লজ্জা। এর আগেও বহুবার মৃত্যু পরোয়ানা জারি করা হয়।
আরও পড়ুন : অবশেষে শাস্তি পেল দোষীরা, ফাঁসি হল নির্ভয়ার অপরাধীদের
আজ ফাঁসির পূর্ব মূহুর্ত পর্যন্ত ওই চার অপরাধী চেষ্টা চালিয়ে যায় শেষরক্ষার, সূর্যোদয়ের পূর্বে তাদের মেডিক্যাল চেক-আপ হয়, জেল কতৃপক্ষ জানায় চারজন সুস্থ আছে,তার পর ঠিক ভোর সাড়ে পাঁচটা নাগাদ মৃত্যুদণ্ড দেওয়ার পর ৩০ মিনিট দেহ ঝুলিয়ে রাখা হয়। তিহাড়ের জেলের বাইরে ভোর থেকেই ছিল ভিড়, তবে ফাঁসি হওয়া পর্যন্ত লকডাউন করে রাখা হয়েছিল তিহাড় জেল চত্বর। ফাঁসির পর মানুষের উচ্ছ্বাস প্রকাশ পায় জেল চত্বরে।