দীর্ঘদিন লকডাউনের জেরে ভারতে অর্থনীতি ধুঁকতে বসেছে। লকডাউনের শুরুতেই দেশের অর্থনীতির হাল ফেরাতে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন মোদী সরকার। এই প্যাকেজ ঘোষণার পরে ২ বার করে বেড়েছে লকডাউনের মেয়াদ। সেক্ষেত্রে ভারতের মতো এত জনসংখ্যার দেশে এই আর্থিক প্যাকেজ অনেক কম। এরপর আর কোনো আর্থিক প্যাকেজ ঘোষণা করেনি কেন্দ্র। সূত্রের খবর অনুযায়ী আগামী সপ্তাহতেই মোদী সরকারের দ্বিতীয় আর্থিক প্যাকেজ ঘোষণা হতে পারে।
এই প্যাকেজ ঘোষণার ক্ষেত্রে দেরি হবার কারণ হিসাবে বলা হয়েছে গত ২ সপ্তাহ ধরে মন্ত্রিসভার কোনোরকম বৈঠক হয়নি। আর প্যাকেজ ঘোষণার পূর্বে মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন হয়। আগামী বুধবার মন্ত্রিসভার বৈঠক আছে, সেইদিনকেই সমস্ত প্রস্তাব পাশ করিয়ে দিয়ে ঘোষণা করা হতে পারে দ্বিতীয় আর্থিক প্যাকেজ। সূত্রের খবর অনুযায়ী এবারও আগের প্যাকেজের মতো বড় প্যাকেজ ঘোষণা করতে পারে কেন্দ্র।
এই প্যাকেজের মূল লক্ষ্য থাকবে গ্রামীণ অর্থনীতি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, অসংগঠিত ক্ষেত্র। এছাড়া সরকার সব সেক্টরকেই এই প্যাকেজের আওতায় আনতে চাইছে, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। যাতে সবাইকেই সাহায্য করা যেতে পারে। বড় শিল্পক্ষেত্রগুলিকেও আর্থিক প্যাকেজের মধ্যে আনা যেতে পারে, যেগুলি মানুষের উপর প্রভাব ফেলে।