Today Trending Newsদেশনিউজ

১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা কেন্দ্রের, গরিবদের অ্যাকাউন্টে টাকা

Advertisement

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন করোনার জন্য মানুষের যে অসুবিধা হচ্ছে, সেই সমস্যা যাতে না হয় এবং গরিবদের কথা ভেবে  বেশ কিছু সুযোগ সুবিধার কথা ঘোষণা করলেন।

১) ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

২) দরিদ্র ও দিন মজুরদের কথা ভেবে এই প্যাকেজ ঘোষনা করা হয়েছে।

৩) করোনা চিকিৎসায় যুক্তদের জন্য বীমা ঘোষণা করা হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রত্যেকের জন্য ৫০ লক্ষ টাকার বীমা ঘোষণা করলেন।

৪) ৮০ কোটি গরিবের জন্য ‘প্রধানমন্ত্রী অন্ন যোজনা’-র ঘোষণা করলেন।

৫) আগামী ৩ মাস দেওয়া হবে বাড়তি ৫কেজি চাল, আটা, ১ কেজি করে ডাল ও দেওয়া হবে। যাতে কোনও গরিব অভুক্ত না থাকে এটাই মূল লক্ষ্য।

৬) যাদের ৬০ বছরের বেশি বয়স্ক ব্যক্তি, বিধবা, প্রতিবন্ধীদের জন্য ১০০০ টাকা করে বাড়তি টাকা দেওয়া হবে আগামী ৩ মাসের জন্য। ২ কিস্তিতে এই টাকা দেওয়া হবে। এই টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক আকাউন্টে পৌঁছে যাবে। ৩ কোটি মানুষ এর ফলে উপকৃত হবেন।

৭) ৮ কোটি ৬৯ লক্ষ কৃষকের জন্য এপ্রিলের শুরুতে ২০০০ টাকা দেওয়া হবে।

৮) মনরেগারদের মজুরি ১৮২ টাকা থেকে ২০২ টাকা করা হল। এরফলে উপকৃত হবেন ৫ কোটি শ্রমিক।

৯) ১০০ দিনের কাজের মজুরিও ১৮২ টাকা থেকে বাড়িয়ে ২০২ টাকা করা হল।

১০) উজ্জলা গ্রাহকদের জন্য আগামী ৩ মাসে বিনামূল্যে সিলিন্ডার দেওয়া হবে।

১১) মহিলাদের জন্য জনধন আকাউন্টে  আগামী ৩ মাসের জন্য মাসিক ৫০০ টাকা করে দেওয়া হবে।

১২) ১৫ হাজার টাকার কম বেতনভুক্ত কর্মচারীদের আগামী ৩ মাসের জন্য পিএফ দেবে কেন্দ্রীয় সরকার।

১৩) ১০০ জনের কম কর্মচারী আছে, এরকম কর্মসংস্থানকে আগামী ৩ মাসের জন্য পিএফ দেবে কেন্দ্রীয় সরকার। এরফলে উপকৃত হবেন ৮০ লক্ষ শ্রমিক।

করোনার জন্য কোনও গরিবের যাতে কোনও সমস্যা না হয় তাই কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই আর্থিক প্যাকেজের ঘোষণা করা হয়েছে। কেউ যাতে অভুক্ত না থাকেন এবং তাদের প্রয়োজনীয় অর্থ যাতে তাদের হাতে থাকে এটার জন্য প্যাকেজের ঘোষণা করা হয়েছে।

 

Related Articles

Back to top button