নিউজরাজ্য

জেনে নিন ঘূর্ণিঝড়ের সময়, কি কি করবেন আর কি কি করবেন না

Advertisement

ক্রমশ গতি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। মারাত্বক সংকটের মুখে পড়তে চলেছে রাজ্যবাসী। হয়তো কয়েক ঘণ্টার মধ্যে রাজ্য আছড়ে পড়বে ভয়ঙ্কর বুলবুল। আর এর জেরেই কলকাতা সহ রাজ্যের বহু জেলা সকাল থেকেই ভারী থেকে অতিভাতি বৃষ্টির দর্শন পেয়েছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ঘূর্ণিঝড় আসার আগে,ঘূর্ণিঝড়ের সময় ও পরে কি কি করবেন এবং কি কি করবেন না জেনে নেওয়া খুব দরকার।

ঘূর্ণিঝড়ের আগে

  • শান্ত থাকুন, গুজবে কান দেবেন না।
  • মোবাইলে সম্পূর্ণ চার্জ দিয়ে রাখুন।
  • জারুরিকালিন প্রাথমিক চিকিৎসা সামগ্রী কাছে রাখুন।
  • পোষ্যদের ঘরের ভিতরে রাখুন।
  • ধারালো জিনিস সরিয়ে রাখুন।

ঘূর্ণিঝড়ের সময় 

  • বাড়ির বিদ্যুৎ প্রভাব বন্ধ রাখুন।
  • দরজা জানালা বন্ধ রাখুন।
  • ঝড়ের সময় সুরক্ষিত স্থানে আশ্রয় নিন।
  • ফোটানো বা ক্লোরিন দেওয়া জল খান।
  • সরকারি বার্তাতেই ভরসা রাখুন।
  • রেডিও এবং ট্রানজিস্টরে খবর শুনুন।

ঘূর্ণিঝড়ের পর

  • ক্ষতিগ্রস্থ বাড়িতে প্রবেশ করবেন না।
  • যত দ্রুত সম্ভব সুরক্ষিত স্থানে চলে যান।
  • ছিড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে হাত দেবেন না।

Related Articles

Back to top button