দেশনিউজ

আজ চন্দ্রগ্রহণ, গ্রহণ চলাকালীন কী কী করবেন আর কী কি করবেন না, জেনে নিন

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – আজ রবিবার চলতি বছরের তৃতীয় চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম চন্দ্রগ্রহণটি সংগঠিত হয়েছিল গত ৫ই জুন। এরপরে ২১শে জুলাই ঘটতে চলেছে আবারও এক সূর্যগ্রহণ। কালকে আংশিক চন্দ্রগ্রহণ হবে এমনটাই জানিয়েছেন নাসা। তবে দুঃখের বিষয় এই যে কালকের চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। গ্রহণ শুরু হবে ভারতীয় সময় সকাল সাড়ে আটটায়। গ্রহণ চলবে ২ঘন্টা ৪৫মিনিট। বিশ্বের চারটি অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, আফ্রিকার বিভিন্ন জায়গা থেকে চন্দ্রগ্রহণটি দেখা যাবে।

গ্রহণের সময় যা যা করবেন না-

১) শাস্ত্র মতে, গ্রহণের সময় যতক্ষণ না গ্রহণ শেষ হচ্ছে ততক্ষণ অব্দি কোন ঠাকুরের মূর্তিতে হাত দিতে পারবেন না।

২) বাড়ির মন্দিরের দরজা গ্রহনের সময় বন্ধ করে দেওয়া উচিত। শাস্ত্র মতে, যাতে ভগবান এর উপরে এর কোনো প্রভাব না পড়তে পারেন।

৩) গর্ভবতী মহিলাদের গ্রহণ চলাকালীন সাবধানে থাকা উচিত। বাড়ির বাইরে যাওয়া উচিত নয়। সোজা হয়ে বিছানায় শুয়ে থাকা উচিত।

৪)গ্রহণের সময় কোন নির্জন স্থানে যাওয়া উচিত নয়। এইসময় অশুভ শক্তির ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়।

৫) গ্রহণ লাগার পরে কোন শুভ কাজ করতে নেই।

৬) গ্রহণের সময় নখ, চুল ইত্যাদি কাটা উচিত নয়। এই সময়ে খাওয়াবা জল পান করা উচিত নয়।

গ্রহণ শেষ হলে যা যা করবেন-

১) গ্রহণ শেষ হলে সারা ঘরে গঙ্গাজল ছেটাতে হবে।

২) গ্রহণের পরে মন্দিরে গিয়ে বা বাড়ির ঠাকুরের কাছে পুজো করতে হয়।

৩) গ্রহণ শেষ হলে গরুকে রুটি খাওয়ানো উচিত।

৪) গ্রহণ শেষ হলে তুলসী চারার পাশে প্রদীপ জ্বালাতে হয়।

Related Articles

Back to top button