দুই মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে আজ থেকে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন পরিষেবা। তবে পুরোপুরি ভাবে এখনই পরিষেবা শুরু না হলেও আজ থেকে দেশ জুড়ে চলবে ২০০ টি ট্রেন। এই ট্রেন গুলির টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রথম দিনেই যাত্রীর সংখ্যা দেড় লক্ষের কাছাকাছি। এর মধ্যে শিয়ালদহ এবং হাওড়া থেকেও চলবে বেশ কয়েকটি ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, লকডাউনের আগের সময়েই চলবে ট্রেন। হাওড়া থেকে উত্তরবঙ্গ, যোধপুর, দিল্লি, যশবন্তপুরের ট্রেন চলবে। তবে ট্রেন চলবে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে। করোনা সংক্রমণ রুখতে এবং যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে জারি করা হয়েছে বেশ কিছু নিয়মকানুন।
বিশেষত খাবারের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে, কি কি মেনু থাকবে খাবারে, দেখে নিন-
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now১. ট্রেনে খাবারের ব্যবস্থা থাকবে, থাকবে প্যান্ট্রিকার, পাওয়া যাবে তিন টাইমের মিল।
২. প্যাকেট করা বিরিয়ানি, খিচুড়ি থাকবে।
৩. প্যাকেট করা স্ন্যাক্স আইটেম থাকবে। সব ধরনের খাবারের প্যাকেটই হবে রেডি টু ইট।
৪. বাচ্চাদের জন্য থাকবে দুধের ব্যবস্থা। রেলের তরফেই সব খাবার দেওয়ার আগে খাবারের প্যাকেট গরম জলে ডুবিয়ে দেওয়া হবে।
৫. প্ল্যাটফর্মে খাবারের স্টল খোলা থাকবে। সেখানেও প্যাকেট করা খাবার এবং জল পাওয়া যাবে।