Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লন্ডন থেকে ফিরে পার্টি, গায়িকা কণিকা কাপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের

করোনা ভাইরাসে আক্রান্ত গায়িকা কণিকা কাপুরের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। লন্ডন থেকে ফিরে পার্টি করেন তিনি। সম্প্রতি তিনি লন্ডন থেকে ফেরেন তবে সেকথা গোপন করে নিজের বাড়িতে বিলাসবহুল পার্টি দেন…

Avatar

করোনা ভাইরাসে আক্রান্ত গায়িকা কণিকা কাপুরের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। লন্ডন থেকে ফিরে পার্টি করেন তিনি। সম্প্রতি তিনি লন্ডন থেকে ফেরেন তবে সেকথা গোপন করে নিজের বাড়িতে বিলাসবহুল পার্টি দেন যেখানে উপস্থিত ছিলেন বহু স্বনামধন্য ব্যক্তিত্ব, বিজেপি সাংসদ বসুন্ধরা রাজে সিন্ধিয়ার ছেলে দুষ্মন্ত সিন্ধিয়াও উপস্থিত ছিলেন সেই পার্টিতে, সেই পার্টির পরে সংসদেও উপস্থিত হয়েছিলেন দুষ্মন্ত সিন্ধিয়া।

গতকাল তার আক্রান্ত হওয়ার খবর জানা যায়। বর্তমানে লখনউয়ের হাসপাতালে ভর্তি তিনি। রোগ লুকোনোয় ১৮৮, ২৬৯ ও ২৭০ ধারায় অভিযোগ দায়ের হয়েছে গায়িকা কণিকার বিরুদ্ধে একথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন সরোজিনী নগর থানার পুলিশ আধিকারিক সুরজিৎ পান্ডে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : একদিনে ৬৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ, কাল দেশজুড়ে ‘জনতা কার্ফু’ জারি

চারদিন আগে তাঁর জ্বর হয়েছিল, আক্রান্ত হতে পারে এই সন্দেহে পরীক্ষা করান, রিপোর্টে করোনা পজিটিভ আসে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে ইন্সটাগ্রামে তিনি জানিয়েছেন। নানা নির্দেশ দেওয়া হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে, বলা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখতে, বিদেশ থেকে ফিরে ১৪ দিন কোয়ারান্টাইনে থাকতে, কিন্তু তা সত্বেও এসব অমান্য করে মানুষকে বিপদের মুখে এগিয়ে দেওয়া এক অপরাধ।

প্রত্যেকদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, ভারতে করোনায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে পাঁচজনের। বারবার সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। সতর্কতা অবলম্বন করতে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। ভারতের আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫৮।

About Author