Today Trending Newsআন্তর্জাতিকনিউজ

করোনার থাবা ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে, আক্রান্ত এক কর্মী

Advertisement

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের এক সহকর্মীর দেহে করোনা ভাইরাসের ইতিবাচক ফল পাওয়া গেছে। শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট কারও ওই কর্মীর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল না।

পেন্সের মুখপাত্র কেটি মিলার এক বিবৃতিতে উল্লেখ করেছেন, ‘আজ সন্ধ্যায় ভাইস প্রেসিডেন্টের কার্যালয়ের একজন সদস্যের দেহে করোনা ভাইরাসের ইতিবাচক ফল মিলেছে বলে আমাদের জানানো হয়েছিল।’ তবে তিনি এও উল্লেখ করেছেন যে, ‘প্রেসিডেন্ট ট্রাম্প বা ভাইস প্রেসিডেন্ট পেন্সের ওই ব্যক্তির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল না।’

আরও পড়ুন : একদিনে ৬৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ, কাল দেশজুড়ে ‘জনতা কার্ফু’ জারি

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্যগুলি শুক্রবার তাদের বাসিন্দাদের প্রয়োজনীয় পরিষেবা বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। কারণ দেশে নতুন সংক্রমণ ও মৃত্যু বেড়ে চলায় দেশ জুড়ে দোকানপাট খোলা রাখার উপর নিষেধাজ্ঞা জারি করেছে হোয়াইট হাউস।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ব্রাজিলের এক প্রতিনিধি দলের সদস্যের সঙ্গে ডিনার করার পর নিজের করোনা ভাইরাস পরীক্ষা করেছিলেন। তবে ট্রাম্পের সেই পরীক্ষার ফল নেতিবাচক হওয়ায় স্বস্তি ফিরেছে যুক্তরাষ্ট্রে। কিন্তু করোনা ভাইরাস প্রাদুর্ভাবের ক্ষেত্রে হোয়াইট হাউস টাস্কফোর্সের প্রধান পেন্সের পরীক্ষা করা হয়নি। করোনা মোকাবিলা নিয়ে উদ্বেগে রয়েছে গোটা আমেরিকা। ইতিমধ্যে ২৩৬ জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে।

Related Articles

Back to top button