ভারতে প্রথম করোনা ভাইরাসে মৃত্যু হল কর্ণাটকের বাসিন্দার। মৃত ব্যক্তির নাম কালাবুরাগী, বয়স ৭৬ বছর। বৃহস্পতিবার তার মৃত্যুর খবর পাওয়া গেছে । যদিও তার মৃত্যু হয়েছিল মঙ্গলবার।
মঙ্গলবার মৃত্যু হলেও চিকিৎসকরা সন্ধেও করেছিলেন যে তার শরীর করোনা ভাইরাস থাকতে পারে। তাই তার শরীরে টেস্ট করা হলে বৃহস্পতিবার সেই রিপোর্ট পজিটিভ আসে। অর্থাৎ ওই ব্যক্তির মৃত্যু করোনার জন্যই হয়েছে।
আরও পড়ুন : করোনা থেকে বাঁচতে মোদীর ৭ দাওয়াই, একনজরে দেখে নিন
বিশ্বে অন্য সব দেশে আক্রান্তের পশে মৃত্যুও হয়েছে। কিন্তু ভারতের ক্ষেত্রে এই প্রথম মৃত্যু হলো করোনা ভাইরাসের জন্য। সূত্র অনুযায়ী , ভারতে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে ৭৪-এ দাঁড়িয়েছে। যার মধ্যে কেরালাতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়া হরিয়ানাতে ও অনেকে আক্রান্ত হয়েছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, করোনা মোকাবিলার জন্য কেন্দ্রের তরফে ১৩ ই মার্চ থেকে ১৫ ই এপ্রিল পর্যন্ত সমস্ত ভিসা বাতিল করা হয়েছে। এছাড়া কেরলে সিনেমা হল বন্ধ রাখা হয়েছে। দিল্লিতেও বেশ কিছু স্কুল, সিনেমা হল সব বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।