রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায়শই উঠে আসছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীর আক্রান্তের খবর। এবার আরও এক চিকিৎসকের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়। ওই চিকিৎসক সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জানা গিয়েছে, গত ১৭ এপ্রিল ওই চিকিৎসক করোনায় আক্রান্ত হন। এরপর তাকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। আস্তে আস্তে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।
আট দিন লড়াই চালিয়ে যাওয়ার পর তিনি মারা যান রবিবার রাতের দিকে। জানা গিয়েছে, ওই চিকিৎসক স্বাস্থ্য দফতরের সেন্ট্রাল মেডিকেল স্টোর এর দায়িত্বে ছিলেন। বেহালার বাসিন্দা ওই চিকিৎসকের আর সুস্থ হয়ে করোনাকে জয় করে বাড়ি ফেরা হল না। জানা গিয়েছে, ওই মৃত চিকিৎসকের স্ত্রী একই হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এছাড়া মৃত চিকিৎসকের বাড়ির বাকি সদস্যরাও কোয়ারেন্টাইনে রয়েছেন।
চিকিৎসকের এমন মৃত্যুতে শোকের ছায়া চিকিৎসক মহলে। ওই মৃত চিকিৎসক কর্মরত ছিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের সেন্ট্রাল মেডিকেল স্টোরে। চিকিৎসক মহলে নেমে এসেছে দুঃখের ছায়া। চিকিৎসক ডক্টর কৌশিক চাকি জানিয়েছেন, রাজ্যে চিকিৎসকরা নিজের জীবনকে বাজি রেখে কাজ করছেন। তাদের নেই নূন্যতম সুরক্ষা। চাহিদা মত পিপিই, মাস্ক নেই। তিনি আরও বলেন, সরকারের উচিত চিকিৎসকদের নিরাপদের কথা ভাবা। আরও বেশি করে নজর দেওয়া উচিত। এছাড়া আরও অন্যান্য চিকিৎসক মৃত চিকিৎসকের প্রতি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।