Today Trending Newsক্রিকেটখেলা

ব্যর্থ ভারতের ব্যাটিং, প্রথম ইনিংসে ২৫০ পেড়োতে পারল না ভারত

Advertisement

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের শেষ ম্যাচের প্রথম ইনিংসে ২৪২ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। পৃথ্বী শ ৫৪, হনুমা বিহারী ৫৫ এবং পুজারা ৫৪ রান করেছেন। নিউজিল্যান্ডের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা কাইল জ্যামিসন সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন।

এদিন টেস্ট ক্যারিয়ারের ২৫ তম হাফ-সেঞ্চুরি করে পুজারা জ্যামিসনের বলে আউট হন। বিহারি তার চতুর্থ অর্ধশতক পূর্ন করার পরেই নিল ওয়াগনারকে আউট হন। পৃথ্বী শ টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করে প্যাভিলিয়নে ফেরেন। ভারতীয় দলের পাঁচ ব্যাটসম্যান দুই অংকের রান ছুঁতে পারেনি। নিউজিল্যান্ডের হয়ে জেমিসন পাঁচ উইকেট নেন, সাউদি ও বোল্ট দুটো করে এবং ওয়াগনার একটি উইকেট নেন।

আরও পড়ুন : ফের ব্যর্থ অধিনায়ক কোহলি, দ্বিতীয় টেস্টে চার উইকেট পড়ে চাপে ভারত

এদিন সকালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারত এদিন দলে দুটো পরিবর্তন করে। ইশান্ত শর্মার জায়গায় উমেশ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় রবীন্দ্র জাদেজাকে দলে নেওয়া হয়। চেতেশ্বর পুজারা নিউজিল্যান্ডের মাটিতে এদিন নিজের প্রথম হাফ সেঞ্চুরিটি করেন।

Related Articles

Back to top button