প্রথম টেস্টে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের

প্রীতম দাস : প্রথম টেস্টে ভারতের কাছে অসহায় হার বাংলাদেশের। ভারতীয় পেসারদের দাপটে বাংলাদেশের প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেরও করুন অবস্থা হয়। ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেট…

Avatar

প্রীতম দাস : প্রথম টেস্টে ভারতের কাছে অসহায় হার বাংলাদেশের। ভারতীয় পেসারদের দাপটে বাংলাদেশের প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেরও করুন অবস্থা হয়। ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেট এর বিনিময়ে ৪৯৩ রান তুলে ইনিংসের পরিসমাপ্তি ঘোষণা করে। মায়াঙ্ক আগরওয়াল একটি ঝকঝকে দ্বিশতরান ভারতকে উপহার দেয়।

জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাঘবাহিনী। মহম্মদ শামি এদিন ৩১ রান দিয়ে ৪ উইকেট ও অশ্বিন ৪২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২১৩ রানে অলআউট হয়ে যায় তাই ভারত ইনিংস ও ১৩০ রানে প্রথম টেস্ট নিজেদের পকেটে পুরে নেয়।

About Author