Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাছ চাষীদের জন্য সুখবর, নতুন অ্যাপ আনতে চলেছে ভারত সরকার

Updated :  Thursday, September 10, 2020 2:56 PM

ভারতঃ ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন নিয়ে প্রথম থেকেই এক ধাপ এগিয়ে ছিলেন প্রধান্মন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই স্বপ্নকে সত্যি করে আরো এক ধাপ এগিয়ে যেতে চলেছে ভারত। কারণ এবার মাছ চাষে নতুন প্রকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ই-গোপাল নামক এই অ্যাপের মাধ্যমে দেশের কৃষকদের বিভিন্নভাবে সহায়তা করবে কেন্দ্র।

কেন্দ্রীয় সরকারের লক্ষ মত্স সম্পদ যোজনার মাধ্যমে এবার মাছ চাষের সঙ্গে যুক্ত মানুষদের সাহায্য করা। ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে এই প্রকল্পের জন্য বিনিয়োগ করা হবে ২০,০৫০ কোটি টাকা।  ই-গোপাল অ্যাপএর মাধ্যমে শুধু মাছ চাষই নয় চাষীরা বীজ কিনতে পারবেন এবং ফসলও বেঁচতে পারবেন। এমনকি কীটনাশক কেনা থেকে গবাদি পশুর জন্য প্রয়োজনীয় ওষুধ সব কেনা যাবে এই অ্যাপের মাধ্যমে।

কিছুদিন আগেই নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারতের প্রসঙ্গ নিয়ে অনেক কথা বলেন। পাশাপাশি দেশীয় জিনিসের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে তিনি খেলনা হাবেরও ঘোষণা করেছিলেন। এসবের মাঝেই এবার মাছ চাষিদের সুখবর দিলেন মোদিজি। মাছ চাষ ও পশুপালন ভবিষ্যতে আরও অনেক অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের প্রতিশ্রুতিও দিয়েছেন প্রধানমন্ত্রী। এই অ্যাপের মাধ্যমে শুধুই মাছ চাষ নয়, মাছের বৃদ্ধিও আগের থেকে বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

এমনকি অনেক মানুষ নতুন করে মাছ চাষ করতে পারবেন এতে আগের থেকে আরো বেশি মাছের ফলন বাড়বে।  কেন্দ্রীয় সরকারের মাছ চাষের এই উদ্যোগের প্রশংসা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে মাছ রপ্তানিতে এক লক্ষ কোটি টাকা ভারত আয় করতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।