কলকাতা: দুর্গাপূজো থেকে ভাইফোঁটা সব উৎসব কেটে গিয়েছে। তবে উৎসব শেষে রাজ্যের কাছে একদিকে স্বস্তির খবর যেমন এটাই যে, কমছে করোনার দৈনিক সংক্রমণ এবং বাড়ছে সুস্থতা, ঠিক তেমন অন্যদিকে চিন্তার খবর এটাই যে, পাঁচদিনে পরপর পাঁচ চিকিৎসকদের মৃত্যু হয়েছে করোনার কারণে। এ নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মোট ৭২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
গতকাল, বুধবার লেক গার্ডেন্সের বাসিন্দা অনিকেত নিয়োগী করনায় আক্রান্ত হয়ে মারা যান পেশায় তিনি চিকিৎসক ছিলেন। বয়স ৩৫ বছর। অন্যদিকে, মঙ্গলবার আরামবাগের চিকিৎসক মদন রায়ও করোনার কবলে প্রাণ হারিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮।
এদিকে আরজিকর মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন সুব্রত মিত্র। তিনিও করোনায় আক্রান্ত হন। কিন্তু চিকিৎসার ফলে তিনি করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন। তবে পুনরায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হৃদযন্ত্র বিকল হয়ে তাঁর মৃত্যু হয়। এদিকে সোমবার চুঁচুড়ায় করোনা আক্রান্ত হয়ে হয়ে মৃত্যু হয় শিশুরোগ বিশেষজ্ঞ দ্বিজদাস সোমের। আর ডিসান হাসপাতালে করোনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন মেঘনীল বোস নামে এক চিকিৎসকের। সব মিলিয়ে পরপর পাঁচদিন পাঁচ চিকিৎসকদের করোনার কবলে পড়ে মৃত্যু হওয়ার ঘটনা চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের।