বিগত পাঁচ মাস ধরে ভারত পাকিস্তানের মধ্যে একমাত্র ট্রেন সমঝোতা এক্সপ্রেস বন্ধ আছে। গত বছর জম্মু কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা বাতিল করার পর এবং জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা থেকে বঞ্চিত করে সেই রাজ্য দুটিকে ভারত সরকারের নিয়ন্ত্রণাধীনে আনার পরই পাকিস্তানের তরফে বন্ধ করে দেওয়া হয় এই ট্রেন চলাচল।
এই পরিস্থিতিতে ভারত সরকার পাকিস্তানকে নির্দেশ দিয়েছে ইসলামাবাদের পাশে ওয়াগাতে সমঝোতা এক্সপ্রেসের যে র্যাকটি পড়ে আছে সেটিকে ফিরিয়ে নিতে। ভারতীয় রেলের কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশ মন্ত্রকের মাধ্যমে ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করে র্যাকটিকে সরিয়ে নিতে বলা হয়েছে এবং পাকিস্তান রেল কর্তৃপক্ষকে ভারতের র্যাকটিকে ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে।
আরও পড়ুন : প্রাণভিক্ষার আর্জি খারিজ সুপ্রিম কোর্টের, ফাঁসি দেওয়া হবে ২২ শে জানুয়ারি
জম্মু কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর পাকিস্তানের তরফ থেকে গত ৮ আগস্ট ২০১৯, তারিখে হঠাৎই সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হয়। ১১৭ জন যাত্রী সেই ট্রেনটিতে আটকে পড়ে। এই টালমাটাল পরিস্থিতিতে ওয়াগাহ সীমান্তে ভারত ক্রিউ, ইঞ্জিন এবং নিরাপত্তারক্ষী সহিত একটি ট্রেন প্রেরণ করে। ট্রেনে আটকে পড়া সেইসমস্ত যাত্রীদের উদ্ধার করে ফিরিয়ে আনা হয়।
ভারত ও পাকিস্তানের চুক্তি অনুযায়ী দুই দেশই সমঝোতা এক্সপ্রেসের জন্য ছয় মাস অর্থাৎ পাকিস্তান জানুয়ারি থেকে জুন এবং ভারত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত র্যাক ব্যবহার করে। দুই দেশ ১৯৯৬ এর জুলাইয়ে সিমলা চুক্তির পর সিদ্ধান্ত নেয় দুই দেশের মধ্যে বন্ধন হিসেবে কাজ করবে সমঝোতা এক্সপ্রেস। সপ্তাহের দুই দিন সোম ও বৃহস্পতিবার চলতো ট্রেনটি। কিন্তু দুদেশের সম্পর্কের টানাপোড়েনের ফলে বর্তমানে ট্রেনটি বন্ধ।