আন্তর্জাতিকনিউজ

টানা পাঁচদিন ধরে পাঁচহাজার উটকে মারল অস্ট্রেলিয়া

Advertisement

কথা অনুযায়ী কাজ শুরু হয়ে গেল অস্ট্রেলিয়ায়। পাঁচ দিনে প্রায় পাঁচ হাজার উটকে গুলি করে মারা হয়েছে অস্ট্রেলিয়ায়। যদিও লক্ষ দশ হাজার উট, যার মধ্যে ৫০০০ মারা হয়েছে এবং বাকি আরো ৫০০০ টাকা। বর্তমানে অস্ট্রেলিয়ায় উটের সংখ্যা সর্বাধিক।

সম্প্রতি ভয়ানক দাবানলে ক্ষতিগ্রস্ত হয় অস্ট্রেলিয়ার একাংশ। সেই দাবানলের সময় থেকে উটেরা জল খেয়ে নেওয়ায় এবং উটেদের জন্য পরোক্ষ ভাবে উষ্ণায়নে প্রভাব পরায় দেশের প্রশাসন উট মারার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন : সমঝোতা এক্সপ্রেস বন্ধ, পাকিস্তানকে লাইন তুলে নেওয়ার নির্দেশ দিল ভারত

অস্ট্রেলিয়ার একটি প্রখ্যাত সংবাদ মাধ্যম দি অস্ট্রেলিয়ানে এই প্রসঙ্গে বলা হয়েছে একজন আদিবাসী নেতার কথা মতোই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আনানজু পিতজানৎজাতজারা ইয়ানকুনিৎজাতজারা থ্যন্ডস এর একজন সদস্য মন্তব্য করেছেন প্রচণ্ড গরমে স্থানীয় বাসিন্দাদের এমনিতেই অবস্থা খারাপ, অস্বস্তিকর অসহনীয় সেই অবস্থাকে আরো বাড়িয়ে দিতে শুধু বাড়িতে ঢুকে যাওয়া নয়,উটেরা এসির ভেতর মুখ ঢুকিয়ে দিচ্ছে জলের খোঁজে।

Related Articles

Back to top button