সবচেয়ে বড় খবরঃ পাঁচ হাজার টাকা বাড়ানো হল!

২ টাকা কেজি চাল পাওয়ার ক্ষেত্রে মাসিক আয়ের উর্দ্ধসীমা বাড়ানো হল, আগে মাসিক আয় ১০০০০ হাজার টাকা ছিল, এখন তা বাড়িয়ে করা হল ১৫০০০ হাজার টাকা। শুধু তাই নয়, ডিজিটাল রেশন কার্ড পরিবর্তন ও সংশোধনের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, রাজ্যে সাধারণ মানুষদের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে দিল্লির কোন সিদ্ধান্ত নেই, পুরোটা রাজ্য সরকারের সিদ্ধান্ত।