করোনায় প্রাণ গেল ১৪ মাসের শিশুর, দেশজুড়ে আক্রান্ত ছাড়াল পাঁচ হাজার
শুধু বয়ষ্ক নয় এবার শিশুদের জন্যও ভয়ঙ্কর হয়ে উঠলো কোভিড ১৯। এতদিন করোনা আক্রান্ত হয়ে মৃতের তালিকায় বেশি বয়সের মানুষেরাই উচ্চ মাত্রায় থাকলেও এবার রেহাই পেল না কোলের শিশুও। করোনার কবলে পড়ে মাত্র ১৪ মাসের এক শিশুর মৃত্যু হলো গুজরাটে। গুজরাট তথা দেশের কনিষ্ঠতম এই শিশুটির মৃত্যু হলো জামনগরে।
গত শনিবার গুরুতর অসুস্থ অবস্থায় জামনগর জেলা হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। রবিবার তার দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সেদিন রাত থেকেই ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ফলে তাকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষ রক্ষা হলো না। মঙ্গলবার মধ্যরাতে করোনার করাল প্রাণ গেল এই দুধের শিশুর।
এই শিশুটির মৃত্যুর পর গুজরাটে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ১৬-তে। বিজেপি শাসিত এই রাজ্যে মোট আক্রান্ত ১৭৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ জন। দেশ জুড়েও আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। ইতিমধ্যে ৫ হাজার (বেসরকারি হিসেবে) ছাড়িয়ে গিয়েছে আক্রান্ত মানুষের সংখ্যা।
শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত হাজারের বেশি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। বেসরকারি মতে, করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৭ জন। সরকারি হিসেবে অবশ্য মৃতের সংখ্যা ১২৪। গত ২৪ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে এসে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সম্পাদক লব আগরওয়াল।