কলকাতানিউজরাজ্য

কলকাতা মেডিকেল কলেজে আড়াই মাসের খাবারের বিল দেড় কোটি টাকা, অবাক স্বাস্থ্যভবন

Advertisement

কলকাতাঃ আড়াই মাসে করোনার চিকিৎসায় থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের খাবারের বিল প্রায় দেড় কোটি টাকা। করোনায় প্রায় খেতে শুতে ভুলে গেছিলেন চিকিৎসকরা এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। আর তার মাঝেই তাঁদের খাবারের জন্য কোভিড ফান্ড থেকে খরচের ব্যবস্থা করেছিল রাজ্য সরকার, আর সেই ২ মাস ২০ দিনে ওই খাবারের বিল এসেছে দেড় কোটি টাকা। কলকাতা মেডিক্যাল কলেজে খাবারের বিলের এই মোটা অঙ্কের টাকা দেখে অবাক খাস স্বাস্থ্য ভবনের কর্তারা।

জানা গিয়েছে যারা হাসপাতালে কাজ করতেন, শুধু তাদের জন্যই এই খাবার দেওয়ার কথা ছিলো, কিন্তু দেখা গিয়েছে যারা কর্মরত ছিলেন না তারাও এই খাবারে ভাগ বসিয়েছেন যার জেরে খাবার বেশি লেগেছে। যার ফলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে একশোর বেশি প্লেট সরবরাহ করা হবে না, আর প্রতি প্লেটের দাম রাখা হবে ১৬০ থেকে ১৭০ টাকার মধ্যে।

Related Articles

Back to top button