করোনার থাবাতে সারা বিশ্ব নাজেহাল। চিকিৎসকরা এই ভাইরাসের কোনো প্রতিষেধক এখনো আবিষ্কার করতে পারেননি। সব মহাদেশই করোনার কবলে পড়েছে। বিশ্বের সব দেশেই জারি হয়েছে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা। ভারতেও তার ব্যতিক্রম নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা মোকাবিলার জন্য আজ কিছু গুরুত্বপূর্ণ দাওয়াই দিয়েছেন।
আজ মোদী টুইট লেখেন, “নোভেল করোনা ভাইরাসের দিকে পুরোপুরি নজর রাখছে কেন্দ্র। প্রত্যেকের নিরাপদের জন্য সমস্ত রাজ্যের মন্ত্রীদের তরফে নজর রাখা হয়েছে। এই পদক্ষেপগুলির মধ্যে ভিসা বাতিল করা ও রয়েছে।” এই টুইটের সাথে মোদীজি একটি ভিডিও শেয়ার করেন , যেখানে তিনি করোনা মোকাবিলার জন্য গুরুত্বপূর্ণ দাওয়াই গুলি বলেছেন।
আরও পড়ুন : করোনা আতঙ্কে মুখে অদ্ভুত মাস্ক পরে নেটদুনিয়ায় ট্রোলড করিনা কাপুর খান
মোদীজি করোনা মোকাবিলার জন্য যে যে দাওয়াই দিয়েছেন, সেগুলি হল –
১) সাবান দিয়ে পুরো হাত ধুতে হবে।
২) বড় জমায়েত করা যাবে না।
৩) হাত না ধুয়ে বারবার নাক , চোখ ,মুখে হাত দেবেন না। হাত ধুয়ে তারপর হাত দেবেন।
৪) হাঁচি ও কাশির সময় তা যাতে অন্যের গায়ে না লাগে।
৫) মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে বলেছেন।
৬) নোংরা হাতে মাস্ক ছুতে নিষেধ করেছেন।
৭) বার বার সর্দি , কাশি হলে দ্রুত নিকটবর্তী হাসপাতালে যেতে বলেছেন।
প্রসঙ্গত , গতকাল WHO করোনাকে মহামারী ঘোষণা করার পরই কেন্দ্রের তরফ থেকে বিদেশিদের ভিসা বাতিল করা হয়েছে ১৫ ই এপ্রিল পর্যন্ত। এখনো পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ৭২-এ দাঁড়িয়েছে।