দেশনিউজ

ভ্যাকসিন এলেই চিন্তামুক্ত হতে পারছেন না চিকিৎসকরা, কারণ কোল্ড স্টোরেজের অভাব

Advertisement

নয়াদিল্লি: করোনা মোকাবিলা করতে গোটা বিশ্বের একমাত্র ভরসা এখন ভ্যাকসিন। কারণ, আংশিকভাবে কাজ করা ওষুধ এবং ইনজেকশন দিয়ে এতদিনে এটা বোঝা হয়ে গিয়েছে যে, সম্পূর্ণ করোনাকে নির্মূল করতে ভ্যাকসিন ছাড়া কোনও উপায় নেই। তাই বিশ্বের তাবড় তাবড় দেশগুলি ভ্যাকসিন তৈরিতে ইতিমধ্যেই লেগে পড়েছে। অনেক দেশেই ট্রায়াল চলছে এবং অনেক দেশ আবার দাবি করেছে যে আগামী বছরের মধ্যেই বাজারে চলে আসবে ভ্যাকসিন। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের বাজারে ভ্যাকসিন এলে কী লাভ? কারণ, ভ্যাকসিন রাখার জন্য প্রয়োজন কোল্ড স্টোরেজ। আর এ:দেশে কোল্ড স্টোরেজের অভাব আপাতত ভাবাচ্ছে চিকিৎসকদের।

জানা গিয়েছে, করোনা ভ্যাকসিনকে সতেজ রাখতে – ৭০ থেকে ৮০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন। যার অভাব রয়েছে ভারতে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের প্রাক্তন ডিরেক্টর এল কে গঙ্গোপাধ্যায় চিন্তার সুরে বলেছেন, ‘-৭০ থেকে ৮০ ডিগ্রী সেন্টিগ্রেডের ফ্রিজার ভারতে তো দূরের কথা, আমেরিকা এবং ইউরোপের বেশিরভাগ হাসপাতালেও নেই। তাই শুধু ভ্যাকসিন এলেই এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে না। এর জন্য পর্যাপ্ত পরিমাণে কোল্ড স্টোরেজের ব্যবস্থা আগে করে রাখতে হবে।’ এখন দেখার এটাই যে, ভারতের বাজারে করোনা ভ্যাকসিন এলে কী করে তা সংরক্ষণ করার কথা ভাবা হয়।

Related Articles

Back to top button