নয়াদিল্লি: করোনা পরিস্থিতির মধ্যে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। শাক-সবজি, ফল-মূল থেকে কোনওকিছুই ছুঁতে পারা যাচ্ছে না। কার্যত বাজারে গিয়ে কিছু কিনতে গেলেই হাতে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের। আর তেমনভাবেই পেঁয়াজের দাম চড়চড় করে বাড়ছে। এতদিন পেঁয়াজ কাটতে গেলে চোখে জল বের হতো মানুষের। কিন্তু এখন সেই জল বেরোচ্ছে পেঁয়াজ কিনতে গিয়ে। ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছে পেঁয়াজের দাম। প্রতি কিলো পেঁয়াজের দাম যাচ্ছে, কোথাও ১০০ বা কোথাও ১১০ টাকা। পেঁয়াজের দাম বৃদ্ধির কথা ভাবাচ্ছে সরকারকে। তাই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে এক পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার।
চাহিদা অনুযায়ী পেঁয়াজের জোগান রাখতে বিদেশে পেঁয়াজ ব্রিজের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। ফরেন ট্রেড দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আপাতত পেঁয়াজের রফতানি বন্ধ রাখা হবে।
পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় স্থানে ভারত। তাহলে এত বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে পেঁয়াজ কেন? আসলে পেঁয়াজের চাহিদা ভারতের প্রত্যেকটি রাজ্যের রয়েছে।কাজেই সেই মোতাবেক যোগান দিতে হয় ভারতেই। সেই সুযোগ নিয়েই দাম বৃদ্ধি করা হয়।
দেশীয় বাজারে পেঁয়াজের দাম এবং আগামী দিনে ডিজে ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার বৈদেশিক বাণিজ্যিক পরিচালক জানিয়েছেন তাৎক্ষণিক সিদ্ধান্তে রফতানি নিষিদ্ধ করা হয়েছে। কারণ, এখন বপনের মরশুম। সুতরাং, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নেওয়া এই পদক্ষেপের ফলে বাজারে পেঁয়াজের দাম হয়তো কিছুটা হলেও কম হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।