৬ বছরে প্রথমবার, টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি হলেন সিংহাসনচ্যুত। বিরাট কোহলির সঙ্গে ঘটে যাওয়া এই বড় ঘটনা সহ্য করতে পারছেন না তাঁর ভক্তরা। ভালোবাসার ব্যাটসম্যানের এই অবনতি মেনে নিতে পারছেন না তার সর্মথকরা। নিজের পুরানো সিংহাসন দখল করুক বিরাট এই আশা করছেন সর্মথকরা। শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ব্যর্থতার পর দীর্ঘ পাঁচ বছরের ধারাবাহিকতা ভাঙলেন বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটে ব্যাটিং গড় নেমে গেল পঞ্চাশের নিচে। ক্রিকেট ইতিহাসে একমাত্র তিনিই ক্রিকেটের তিন ফরম্যাটে ৫০ ঊর্ধ্ব গড় রান করার রেকর্ড নিজের নামে রেখেছিলেন। তবে শ্রীলংকার বিরুদ্ধে ব্যর্থতার পর সেই রেকর্ডে আকাশ-পাতাল ফারাক দেখল ক্রিকেট বিশ্ব।
আপনাদের জানিয়ে রাখি, টেস্টে ৫০ গড় বজায় রাখতে হলে বিরাটকে শ্রীলংকার বিরুদ্ধে ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্ট ম্যাচের দুই ইনিংস মিলিয়ে অন্ততপক্ষে ৪৩ রান করতেই হতো। তবে কোহলি প্রথম ইনিংসে ২৩ ও দ্বিতীয় ইনিংসে ১৩ রান করে আউট হন। সুতরাং, দুই ইনিংস মিলিয়ে তাঁর সার্বিক সংগ্রহ ৩৬ রান। ফলে ১০১ টেস্টে তাঁর ব্যাটিং গড় কমে দাঁড়ায় ৪৯.৯৫-এ। শ্রীলংকার বিরুদ্ধে বিরাট কোহলি নিজের ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলেছিলেন। ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ পর্যন্ত টেস্ট ক্রিকেটে তার ব্যাটিং গড় ছিল ৫০.৫০।
উল্লেখ্য, এখনো পর্যন্ত ২৬০টি ওয়ান ডে ম্যাচে তাঁর ব্যাটিং গড় ৫৮.০৭। ৯৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তাঁর ব্যাটিং গড় ৫১.৫০। দেশের হয়ে ব্যাট করতে নেমে তিন ফর্ম্যাটে কখনও কোহলির গড় ৫০-এর নীচে যায়নি। তবে এই প্রথমবারের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির গড় পৌঁছালো পঞ্চাশের নিচে। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে শতরানের ইনিংস খেলার পর এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেটে ২৯ ইনিংসে ৮২৮ রান করেছেন কোহলী। নেই কোন তিন অঙ্কের ইনিংস। আর এই কারনেই বিরাট কোহলিকে নিয়ে ভাবনার অন্ত নেই তার সমর্থকদের।