নিউজরাজ্য

রবিবার থেকে বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ, হালকা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গেও

Advertisement

পশ্চিমবঙ্গ : সকাল থেকেই মেঘলা আকাশ আর বিক্ষিপ্ত বৃষ্টিপাতে ভিজেছে দক্ষিনবঙ্গের একাধিক এলাকা। ঘূর্ণাবর্ত, নিম্নচাপের জেরেই ঢুকছে জলীয় বাষ্প। বৃহস্পতিবার ভোর থেকেই কলকাতাসহ, দক্ষিনবঙ্গের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়। তবে বিকেল থেকে কমতে পারে বৃষ্টি। আজও উপকূলে বইবে ঝোড়ো হাওয়া  ।এরই মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, এমনকি ট্রলার নামাতেও নিষেধ করা হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রের খবর রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। কিন্তু দক্ষিনবঙ্গে হতে পারে হালকা বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িসহ উত্তরবঙ্গের এই উপরের জেলাগুলিতে চলবে বৃষ্টি। রবি ও সোমবার বাড়বে বৃষ্টির  পরিমাণ।

গতকাল রাত থেকে কলকাতার একাধিক জায়গায় দফায় দফায় বৃষ্টির জেরে জলমগ্ন হয়েছে একাধিক এলাকা। তবে বেলা হতেই জলশুন্য করা হয়েছে সেইসব এলাকা। রাত ২টো থেকে সকাল ৬টা পর্যন্ত কলকাতায় বৃষ্টির পরিমাণ, বালিগঞ্জ ৫০ মিমি, মোমিনপুর ২৪.৫ মিমি, চেতলা ২৯ মিমি, মানিকতলা ৫০ মিমি, কালীঘাট ৩২.৮০ মিমি, কামডহরি, গড়িয়া ৭০ মিমি, বীরপাড়া ৪৪ মিমি, জিনজিরা বাজার ২০ মিমি ,আলিপুর ৫০.৫ মিমি,  তপসিয়া ৮২ মিমি, উল্টোডাঙা ৪৭ মিমি, বেলগাছিয়া ৫১ মিমি, ধাপা ৫০ মিমি, পামার বাজার ৫৯ মিমি, ঠনঠনিয়া ৪৯ মিমি, দত্তবাগান ৩২ মিমি, এবং বেহালা ২০.৪ মিমি ৷

 

 

Related Articles

Back to top button