আবহবিদরা জানিয়েছেন, ১ জুন থেকেই কেরলে বর্ষা ঢুকবে। আর সঠিক সময়েই ভারতের মূল ভূখণ্ডে বর্ষা ঢুকছে। আর দক্ষিণ দিক থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার জেরে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। এমনকি কলকাতাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ,হাওড়া হুগলি ,নদিয়া ,মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বিকেলের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতাতেও বিকেল বা সন্ধের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। কলকাতাতে গতকাল ঝড়-বৃষ্টির জন্য তাপমাত্রা অনেকটাই কমেছে। আজ ও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮৩ থেকে ৯৪ শতাংশ থাকবে। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩.৬ মিলিমিটার। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে সঙ্গে ঝড়ো হাওয়া বইবে ৷ আর সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের ও আগামী ৪৮ ঘন্টা পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় দক্ষিণ-পূর্ব আরব সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপের জন্যই বর্ষা ঢুকে পড়বে কেরলে। আবহবিদরা অনুমান করছেন ১ জুন নির্ধারিত সময়ের মধ্যেই বর্ষা ঢুকে পড়বে কেরলে। সেই অনুযায়ী জুন মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে উত্তরবঙ্গে ও দ্বিতীয় সপ্তাহে কলকাতায় বর্ষা ঢুকে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।