সোশ্যাল মিডিয়ার যুগে ‘প্রতারণা’ ঘটনাটি যেন একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সামান্য একটি OTP শেয়ার করার কারণে কেউ হারাচ্ছেন লক্ষাধিক টাকা আবার কেউ বা সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন। সাধারণ মানুষদের পাশাপাশি অভিনেত্রী থেকে শুরু করে তারকা খেলোয়াড়রাও এই তালিকা থেকে বাদ পড়ছেন না। এই তালিকায় নাম রয়েছে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের। বছর খানেক আগে তিনিও প্রায় কোটি টাকার প্রতারণার শিকার হয়েছিলেন।
তবে সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে তা জানলে আপনি চমকে উঠবেন। এবার কোন ক্রিকেটার প্রতারণার ফাঁদে পড়েননি বরং ভারতীয় এক ক্রিকেটার প্রায় ৬০টি কোম্পানির কাছ থেকে ৩ কোটি টাকা প্রতারণা করেছেন। শুনতে আশ্চর্য লাগছে? নিজেকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডির PA বলে প্রতারণা করতেন এই ভারতীয় ক্রিকেটার।
এতক্ষণ আমরা যে ভারতীয় ক্রিকেটারের কথা বলছি তিনি আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ দলেও যুক্ত রয়েছেন। তাছাড়া অন্ধপ্রদেশের হয়ে তিনি রঞ্জি ট্রফিও খেলে থাকেন। এতক্ষণ আমরা যে ক্রিকেটার সম্পর্কে আপনাদের জানিয়েছি তিনি আর কেউ নন বরণ, ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটে অন্যতম সেরা ক্রিকেটার নাগরাজ বুদুমুরু। ২৮ বছর বয়সে এই ক্রিকেটার বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
জানা গিয়েছে, ৩ কোটি টাকা প্রতারণা করার ফলে এই খেলোয়াড়কে গ্রেফতার করেছে মুম্বাই সাইবার সেল। পুলিশি তল্লাশির সময় নাগরাজ বুদুমুরুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৭ লক্ষ টাকা পাওয়া গেছে বলে জানানো হয়েছে। জানলে অবাক হবেন, নাগরাজের বিরুদ্ধে প্রায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে থানা এবং পুলিশ এখন প্রতিটি মামলা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে। সাইবার ক্রাইমের DCP ডাঃ বালসিংহ রাজপুত এদিন জানিয়েছেন, খুব শীঘ্রই ভারতীয় এই ক্রিকেটারের সমস্ত প্রতারণার জাল ছিন্ন করবে পুলিশ এবং যথাযথ শাস্তির ব্যবস্থাও করা হবে।