গুয়াহাটি: দীর্ঘদিনের লড়াইয়ের পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪। আজ, সোমবার সকালে চিকিৎসকেরা প্রথমেই জানিয়ে দিয়েছিলেন যে তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক। তারপর শেষমেষ বিকেল ৫.৩৪ নাগাদ তাঁর মৃত্যু হয়। স্বভাবতই তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ প্রথমে নিয়ে যাওয়া হবে তাঁর সরকারি বাসভবনে৷ সেখান থেকে তাঁর মরদেহ শায়িত থাকবে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে৷ আগামিকাল মঙ্গলবার সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন অসমের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাঁর অসংখ্য অনুগামী৷ তারপর গুয়াহাটিতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷
প্রসঙ্গত, অগস্ট মাসের শেষের দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ৷ করোনার চিকিৎসার পর অক্টোবর মাসে হাসপাতাল থেকে ছাড়াও পান তিনি ৷ তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে, নভেম্বর মাসের শুরুতে ফের অসুস্থ বোধ করায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে ৷ ধীরে ধীরে তাঁর সমস্ত অঙ্গ বিকল হয়ে যায় এবং শেষমেষ মৃত্যু হয় অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর।